বিজ্ঞাপন

‘কেউ ঘোষণা দিলেই রাজা হওয়া যায় না’

September 5, 2019 | 3:07 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: কেউ ঘোষণা দিলেই রাজা হওয়া যায় না বলে মন্তব্য করেছেন এরশাদ ঘোষিত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এছাড়া পার্টির শৃঙ্খলাভঙ্গের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে জিএম কাদের এ কথা বলেন। এর আগে রওশন এরশাদের গুলশানের বাসায় ডাকা সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদের নাম ঘোষণা করে জাপার একাংশ। ওই সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানাতেই বনানীর দলীয় কার্যালয়ে ব্রিফিং করেন জিএম কাদের।

আরও পড়ুন: নতুন চেয়ারম্যান রওশন, জাপার একাংশের ঘোষণা

জিএম কাদের বলেন, ‘তিন বছর পর পর পার্টির কাউন্সিল হওয়ার কথা। সে সময় এসে গেছে। আমরা খুব তাড়াতাড়িই পার্টির কাউন্সিল করে ফেলব।’

বিজ্ঞাপন

জাপার চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদের নাম ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি তাঁকে শ্রদ্ধা করি। তিনি আমার মায়ের মতো। আর উনিতো সংবাদ সম্মেলনে নিজে থেকে তাঁর নাম ঘোষণা করেননি। অন্য একজন তার নাম করেছেন। পুরো বিষয়টা খতিয়ে দেখা হবে।’

‘রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণায় দলে ভাঙন সৃষ্টি হলো কিনা?’- এমন প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, ‘কেউ নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিলেই জাপার চেয়ারম্যান হওয়া যাবে না। কেউ ঘোষণা দিলেই রাজা হওয়া যায় না। এমনকি নিজেকেই সম্রাট হিসেবে ঘোষণা দিয়ে কেউ সম্রাট হতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘আমি চেয়ারম্যান হয়েছি বৈধভাবে। হুসেইন মুহম্মদ এরশাদ মৃত্যুর আগে এক চিঠির মাধ্যমে আমাকে জাপার চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়ে গেছেন। সেই হিসেবে আমিই জাপার চেয়ারম্যান।’

বিজ্ঞাপন

এর আগে দুপুরের দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদের নাম ঘোষণা করে দলটির একাংশ। এক্ষেত্রে সদ্যপ্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ ঘোষিত বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরকে পার্টির কো-চেয়ার‌ম্যান হিসেবে থাকার জন্য অনুরোধ করা হয়।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন