বিজ্ঞাপন

৫০ বছর ইতিহাসের সেরা দলটাই বিশ্বকাপ মিশনে গেছে: সালাউদ্দীন

September 5, 2019 | 9:07 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

ঢাকা: বিশ্বকাপ বাছাইয়ের মিশনে দেশ ছেড়েছে বাংলাদেশ। তাজিকিস্তানের দুশানবেতে পুরোদমে চলছে প্রস্তুতি। এই দলটাকেই দেশের ইতিহাসের সেরা দল মানছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দীন। তার মতে, ‘ফলাফলের দিক দিয়ে জাতীয় ফুটবল দলের ইতিহাসের শেষ ৫০ বছরের সেরা দল এটি।’

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এ কথা বলেন। সালাউদ্দীন বলেন, ‘বাংলাদেশ দলের আজকের যে টিমটা গঠন করা হয়েছে তারা সবাই নতুন। আমার মতে তারা খুব ভালো খেলছে। ফলাফলের দিক দিয়ে জাতীয় ফুটবল দলের ইতিহাসের শেষ ৫০ বছরের সেরা দল এটি। আমিও ১৩ বছর ফুটবল খেলেছি জাতীয় দলের হয়ে কিন্তু এই ধরনের সাফল্য আসেনি।’

দলের ভবিষ্যত নিয়েও জানালেন বাফুফের সভাপতি, ‘আমি আশা করি বর্তমানে যারা জাতীয় দলে আছেন তারা ভালো করবে। ফুটবলটা এখন অন্য পর্যায়ে পৌঁছে গেছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামী চার-পাঁচ বছরের মধ্যে তারা বাংলাদেশের ফুটবলের জন্য খুই ভালো ফলাফল নিয়ে আসবে।’

তিনি বলেন, ‘আমাদের বিশ্বকাপ বাছাইপর্বের খেলোয়াড়েরা একেবারে নতুন। তাদের অনেকেই বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট থেকে এসেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনের কারণে আজ গ্রাম থেকে বাছাই করে আনা সম্ভব হচ্ছে। আগামী চার-পাঁচ বছরে এসব খেলোয়াড়ের মাধ্যমে ভালো কিছু আসবে।’

বিজ্ঞাপন

মূলত ক্লিয়ার মেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন।

গেল বছরের ন্যায় এ বছরও আয়োজন করা হচ্ছে ‘ক্লিয়ার মেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ’। দেশব্যাপী সর্বমোট ২৭২টির বেশি স্কুলের অংশগ্রহণে আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে এবারের আসর। ক্লিয়ার মেনের উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন