বিজ্ঞাপন

৯ থেকে ৩১ অক্টোবর ইলিশ ধরা নিষিদ্ধ

September 8, 2019 | 3:52 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী ৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সাগরে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইলিশ মাছের প্রজনন বাড়াতেই এই সিদ্ধান্ত  বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

বিজ্ঞাপন

রোববার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক বৈঠক শেষে একথা জানান তিনি।

আশরাফ আলী খান খসরু বলেন, ইলিশ জাতীয় মাছ। বরাবরের মতো এবারও ইলিশের প্রজনন যাতে বাড়ে এবং সকলে যেন ইলিশ খেতে পারে সেজন্য এসময়ে ইলিশ ধরা বন্ধ রাখা হবে। জেলেদের দেওয়া হবে নগদ অর্থ ও খাদ্য সহায়তা।

কেউ লুকিয়ে ইলিশ ধরার চেষ্টা করলে তা বরদাশত করা হবে না জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, জেলেদের মাঝে প্রণোদনায়ও যাতে অনিয়ম না হয় সেদিকে নজরদারি রাখা হবে।

বিজ্ঞাপন

এছাড়া বৈঠকে বাংলাদেশের সমুদ্রসীমায় ক্যামেরুনের যে মাছ ধরার ট্রলার ঢুকে পড়েছে বিষয়েও একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম বন্দর কোস্টগার্ডের প্রধানকে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে বলা হয়েছে। কমিটি খতিয়ে দেখবে ক্যামেরুনের জাহাজ কি উদ্দেশে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে চট্টগ্রামে কর্ণফুলী জেটি এলাকা থেকে ক্যামেরুনের পতাকাবাহী দুটি মাছ ধরার ট্রলার আটক করে কোস্টগার্ড।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এনএইচ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন