বিজ্ঞাপন

বাসচাপায় মৃত্যু, বিচার দাবিতে ধউরে সড়ক অবরোধ

September 9, 2019 | 2:37 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বাসচাপায় সংগীত শিল্পী পরিচালক পারভেজ রব এবং মেহেদী হাসান নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে সড়ক অবরোধ করেছে মেহেদীর সহপাঠীরা।

বিজ্ঞাপন

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ধউর এলাকায় ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের পাশে অবরোধ কর্মসূচি শুরু হলে এতে স্থানীয়রাও যোগ দেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তুরাগ ইস্ট-ওয়েস্ট হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় শিল্পী ও সংগীত পরিচালক মো. পারভেজ রব (৫৬) মারা যান। এরপরে রোববার (৮ সেপ্টেম্বর) উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় ভিক্টর পরিবহনের একটি বাসচাপায় মেহেদী হাসান (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়।

ওইদিন একই পরিবহনের আরেকটি বাসচাপায় আহত হন সংগীত পরিচালক পারভেজ রবের ছেলে ও মেহেদীর বন্ধু ইয়ামিন আলভী (২০)।

বিজ্ঞাপন

অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে মেহেদীর বাবা মো. ইউসুফ মিয়া সারাবাংলাকে বলেন, দিনের পর দিন সড়কে আমরা অসহায় হয়ে যাচ্ছি। প্রতিদিনই সড়কে প্রাণ হারাচ্ছে মানুষ। বিচার হচ্ছে না। আমার সন্তানকে হারিয়েছি, আমার সন্তানের বন্ধু আলভী আহত হয়ে হাসপাতালে। আলভীর কোমড়ে চির ধরেছে। কিছুদিন আগে ওর বাবাকেও প্রাণ হারাতে হয় এই সড়ক দুর্ঘটনায়। ভিক্টর পরিবহনের লাইসেন্স বাতিল করার দাবি জানাচ্ছি আমি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থরে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা জোনের এসি শচীন মল্লিক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এটি

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন