বিজ্ঞাপন

ফুকুশিমা পরমাণু প্ল্যান্টের দূষিত পানি ফেলা হতে পারে সাগরে

September 10, 2019 | 10:44 pm

পরিবেশ ও জলবায়ু ডেস্ক

জাপানের পরিবেশমন্ত্রী বলেছেন, ফুকুশিমা নিউক্লিয়ার প্ল্যান্টের দূষিত পানি হয়ত সাগরেই ফেলা হতে পারে। কারণ প্ল্যান্টের ‘স্টোরেজ স্পেস’ বা সংরক্ষণ সুবিধা ২০২২ সাল নাগাদ ফুরিয়ে যাবে। খবর বিবিসির।

বিজ্ঞাপন

পারমাণবিক রিয়েক্টর ঠাণ্ডা রাখতে ব্যবহৃত ১০ লাখ টনেরও বেশি দূষিত পানি বড় বড় ট্যাংকে জমা রাখা আছে। এসব পানি সাগরে ফেলার বিরোধিতা করছে জেলেরা। তবে বিজ্ঞানীরা বলছেন, দূষিত পানি সমুদ্রের তেমন ক্ষতির কারণ হবে না।

জাপানের বিতর্কিত এই পরিকল্পনার বিরোধিতা করেছে দক্ষিণ কোরিয়া। সমুদ্রে পরমাণু প্ল্যান্টের দূষিত পানি ফেলা হলে দুদেশের সম্পর্কের অবনতি হবে বলে জানিয়েছে দেশটি।

জাপান সরকারের মতে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দ্য ইন্টারন্যাশনাল অ্যাটমিক অ্যানার্জি এজেন্সি দূষিত পানি বিষয়ে জাপানকে দ্রুত সিদ্ধান্ত নেবার তাগিদ দিয়েছে।

বিজ্ঞাপন

২০১১ সালে ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা পাওয়ার প্ল্যান্ট।

সারাবাংলা/এনএইচ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন