বিজ্ঞাপন

যুক্তরাজ্যের পর যুক্তরাষ্ট্রে ‘জলঘড়ি’

September 12, 2019 | 2:58 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

ইংল্যান্ডের লিফট অব ফিল্ম ফেস্টিভালের পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের’র মন্টেগোমারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি স্ক্রিনিং অফিসিয়াল সিলেকশন ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে ‘জলঘড়ি-স্টোরি নেভার ডাইস’। স্বাধীন এই চলচ্চিত্রটির পরিচালক আসাদ জামান।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  বিমান ছিনতাই চেষ্টা মামলা: অভিনেত্রী শিমলাকে জিজ্ঞাসাবাদ


ছবিটি আউটস্ট্যান্ডিং ফিল্ম, আউটস্ট্যান্ডিং ডিরেক্টর, অভিনেতা, অভিনেত্রী, রাইটার, এডিটর, সিনেমাটোগ্রাফার বিভাগে অন্য সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে। এ বছর ফেস্টিভাল এর থিম ‘রিটার্ন টু আর্ট হাউজ ফিল্ম’।

সিনেমাটি প্রসঙ্গে পরিচালক আসাদ জামান বলেন, ‘আমি ভীষণ জোড় দিয়ে বলতে চাই যে এটি একটি নন লিনিয়ার গল্প। শুধু গল্প নয়, নির্মাণেও আমরা গৎবাঁধা ফর্মেশনের বাইরে গিয়ে কাজ করেছি।’

বিজ্ঞাপন

গল্পটি মহানগরের। ৩১ ডিসেম্বর রাতে আকস্মিক কিছু ঘটনা আমূল পাল্টে দেয় তাদের জীবন, পাশাপাশি কিন্তু যোগাযোগহীন মানুষ গুলো দাঁড়িয়ে যায় একই কাতারে, জড়িয়ে যায় একজন আরেকজনের গল্পে। এভাবেই একের পর এক পথ মাড়িয়ে এগিয়ে চলে একেক জনের গল্প যা শেষপর্যন্ত মুখোমুখি দাঁড়িয়ে যায় নতুন বছরের উৎসব উদযাপনের প্রারম্ভকালে।

এতে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, হাসনাত রিপন, জয়িতা মহলানবিশ, রিমন সরকার, শোয়েব মনির, নুসরাত জাহান খান নিপাসহ আরও অনেক অভিনয়শিল্পী।


আরও পড়ুন :

.   যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘মায়া’ ও ‘মাহি’কে

.   শাহ আব্দুল করিম: না দেখার ১০ বছর

.   মুম্বাইতে শুরু ‘বাঘি থ্রি’র শুটিং


বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন