বিজ্ঞাপন

কানাডার মন্ট্রিয়লে ৫ম বাংলা মেলা উৎসব

September 14, 2019 | 6:50 pm

সারাবাংলা ডেস্ক

ঢাকা: বাংলা সংস্কৃতিকে অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়া ও কানাডায় নতুন প্রজন্মের বাংলাদেশিদের আবহমান বাংলার হাজার বছরের কৃষ্টির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার এক প্ল্যাটফর্ম হলো বাংলা মেলা। এরই ধারাবাহিকতায় গত পয়লা সেপ্টেম্বর মন্ট্রিয়লের পার্ক হাওয়ার্ডে অনুষ্ঠিত হয় ৫ম বাংলা মেলা উৎসব।

বিজ্ঞাপন

মন্ট্রিয়লবাসীর প্রাণবন্ত উপস্থিতিতে বিশাল আয়োজনে চার সহস্রাধিক দর্শক সমাগমে নাচেগানে এ মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলা লোকসংগীতের কিংবদন্তি আবদুল আলীমের কন্যা নূরজাহান আলীম এবং বাউল বাদশা সুফি সাধক শফি মণ্ডলের গান একরাশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন মন্ট্রিয়লবাসী। একের পর গানে তারা দর্শকদের মাতিয়ে রাখেন পুরো অনুষ্ঠান জুড়ে। পাশাপাশি মন্ট্রিয়লের ব্যান্ড দল ‘লোকজ’ গান পরিবেশন করে।

এ ছাড়া নাচ, ম্যাজিক শো, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। প্রতিবারের মতো মেলায় ২৫টির মতো স্টল ছিল। মেলায় আগত অনেকেই নিজেদের পছন্দমতো কেনাকাটা করেছেন।

এদিন বিকেল ৪টায় বাংলাদেশ প্যারেডের মাধ্যমে বাংলা মেলা উৎসব শুরু হয়। এরপর বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীতের মাধ্যমে মূল উৎসব শুরু হয়। এ বছর মেলায় প্রথমবারের মতো মন্ট্রিয়লে ব্যবসায় বিশেষ সাফল্যের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। মার্শে স্বদেশ গ্রুপকে ২০১৯ এর অ্যাওয়ার্ড তুলে দেন অতিথি শিল্পী শফি মণ্ডল।

বিজ্ঞাপন

বাংলা মেলা উৎসবের একপর্যায়ে বক্তব্য রাখেন মার্ক মিলার এমপি, সিটি কাউন্সিলর মেরি ডোরেস ও লিওনেল পেরেজ, ব্যুরো মেয়র জুলিয়ানা ফুমাগালি, ব্যবসায়ী মুন্সী বশির, মমিনুল ইসলাম ভূঁইয়া, মেলার গ্র্যান্ড স্পন্সর মোস্তাক সরকার, প্লাটিনাম স্পন্সর শেখ সোহেল আহমেদ, সিলভার স্পন্সর মমিনুল চৌধুরী উজ্জল, হিউম্যান কনসার্ন এর মাহমুদা খান, ব্যবসায়ী সাঈদুর রহমান, ৫ম বাংলা মেলা উৎসব ২০১৯ এর কনভেনর এলেন হেলাল, সদস্য সচিব রাহুল আমিন রুবেল, আব্দুল মান্নান, বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এম ছাদের এ চৌধুরী শিবলী ও সাধারণ সম্পাদক জামাল নাসের।

এছাড়াও নতুন প্রজন্মের আনিকা নাসের, কাজী নাজমুল ইসলাম ও রাধিয়া ইউসুফ বক্তব্য রাখেন। গানের শেষে র‌্যাফেল ড্র’র মাধ্যমে মেলার পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন