বিজ্ঞাপন

ঢাকা মেডিকেলে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

September 17, 2019 | 6:09 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ডেঙ্গু জ্বরে তারিন (১১) নামে এক শিশু মারা গেছে। সে ৫ম শ্রেণিতে পড়ত।  মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

শিশু তারিনের মামা লোকমান হোসেন জানায়, তাদের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায়। তারিনের বাবার নাম নাসির তালুকদার। পূর্ব মাসুয়াখালী সরকারি প্রাইমারি বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল তারিন।

লোকমান আরও জানান, গত ১০/১২ দিন ধরে জ্বর ছিল তার। গত ১২ সেপ্টেম্বর তারিনকে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়। তিনদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিল তারিন। চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টায় তার মৃত্যু হয়। দুই ভাই তিন বোনের মধ্যে তারিন সবার ছোট।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে ঢামেক হাসপাতালে ৪৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ছুটি নিয়েছেন ৪৭ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ২৩৫ জন ডেঙ্গু রোগী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন