বিজ্ঞাপন

দ. কোরিয়ায় দুর্নীতির প্রতিবাদে মাথা ন্যাড়া

September 17, 2019 | 9:31 pm

আন্তর্জাতিক ডেস্ক

সরকার দলীয় রাজনৈতিক নেতাদের দুর্নীতির প্রতিবাদে অভিনব উপায় বেছে নিয়েছে উত্তর কোরিয়ার সাধারণ মানুষ ও রাজনৈতিকরা। নারী-পুরুষ সবাই মাথা ন্যাড়া করছেন। দেশটির নতুন আইনমন্ত্রী চো কুকের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে তদন্ত চেয়ে এই ব্যতিক্রমী আন্দোলন করা হচ্ছে। খবর বিবিসির।

বিজ্ঞাপন

বিরোধী দলের নেতা কু-আন সর্বশেষ তার সমর্থক ও সাংবাদিকদের সামনে মাথা কামিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) প্রেসিডেন্টশিয়াল প্যালেসের সামনে ঘটে এই ঘটনা।

গত সপ্তাহে দুজন নারী এমপি মাথা কামিয়েছিলেন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট মুন জায়ে-ইন সরকারের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ। আন্দোলনকারী চো কুকের পদত্যাগ দাবি করছেন। অথবা তাকে আইনমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

আন্দোলনের প্রতিবাদ হিসেবে ন্যাড়া হওয়া দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যের অংশ। যা কনফুশিয়ান মতাদর্শের অন্তর্গত। ৬০’ ও ৭০’ এর দশকে দক্ষিণ কোরিয়া যখন সামরিক শাসনের অধীনে ছিল তখনও আন্দোলনকারীরা প্রতিবাদস্বরূপ তাদের মাথা কামিয়ে ফেলতে।

চো কুক সাবেক প্রফেসর হিসেবে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রীও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। অভিযোগ রয়েছে মেয়েকে অনৈতিকভাবে  ভর্তি ও বৃত্তি পেতে সাহায্য করেন তারা। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে ও আন্দোলন করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন