বিজ্ঞাপন

মোদির জন্য দিল্লীর অনুরোধ রাখলো না পাকিস্তান

September 18, 2019 | 9:26 pm

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রে যেতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়ে ইসলামাবাদকে অনুরোধ করেছিলো দিল্লী। তবে পাকিস্তান সে অনুরোধ রাখলো না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাকিস্তানের আকাশ ব্যবহার করে ভ্রমণ করতে দেবে না বলে জানিয়েছে পাকিস্তান।

বিজ্ঞাপন

আগামী ২১ সেপ্টেম্বর নরেন্দ্র মোদি জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র ভ্রমণ করবেন। আর সে যাত্রায় পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে চেয়ে ইসলাবাদকে অনুরোধ জানায় দিল্লী। পাকিস্তানের আকাশপথ ব্যবহার করলে অন্তত ৪৫ মিনিট কম সময় লাগে ভ্রমণে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর ভারতের রাষ্ট্রপতি আইসল্যান্ড সফরের জন্য পাকিস্তানের আকাশপথ ব্যবহারের অনুরোধ জানিয়েছিলো দিল্লী। সে অনুরোধও প্রত্যাখ্যান করে ইসলামাদ।

গত ফেব্রুয়ারীতে জঈশ ই মোহাম্মদের সন্ত্রাসী ক্যাম্পে ভারতের অভিযানের পর ভারতকে তাদের আকাশ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন