বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স লিগের গতরাতের ফল

September 19, 2019 | 12:38 pm

স্পোর্টস ডেস্ক

হাইভোল্টেজ চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা ভালো হয়নি ইউরোপের সফল দল রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ জায়ান্টদের হারিয়ে শুরুটা ভালোই করেছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। সহজ জয়ে শুরু করেছে জার্মান ফেভারিট বায়ার্ন মিউনিখ। ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও জিতেছে। এদিকে, রোমাঞ্চ ছড়িয়ে ড্র হয়েছে ইতালির জায়ান্ট জুভেন্টাস আর স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের ম্যাচ।

বিজ্ঞাপন

নেইমারের নিষেধাজ্ঞা, কাইলিয়ান এমবাপে আর এডিনসন কাভানির চোটে স্বাগতিক পিএসজি ‘এ’ গ্রুপের ম্যাচে রিয়ালকে ৩-০ গোলে হারিয়েছে। জোড়া গোল করেন আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। অপর গোলদাতা তমা মুনিয়ে। এই গ্রুপের আরেক ম্যাচে বেলজিয়ামের দল ক্লাব ব্রুজের মাঠে গোলশূন্য ড্র করেছে তুরস্কের ক্লাব গালাতাসারাই।

‘বি’ গ্রুপে অলিম্পিয়াকোসের মাঠে ২-২ গোলের ড্র করেছে গতবারের রানার্সআপ টটেনহ্যাম হটস্পার। আর সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেডকে সহজেই হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করেছে জার্মানির চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে ৩-০ গোলে জয় পায় বায়ার্ন। প্রথমার্ধে কিংসলে কোমানের গোলে স্বাগতিকরা লিড নিয়ে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে গোল করেন রবার্ট লেভানোডফস্কি ও টমাস মুলার।

‘সি’ গ্রুপে ইউক্রেনের শাখতার দোনেৎস্ককে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে গতবারের সেমি-ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটি। দলের জয়ে তিন গোলদাতা রিয়াদ মাহরেজ, ইলকাই গুনডোগান ও গাব্রিয়েল জেসুস। গত বছর নভেম্বরে দুই দলের শেষ দেখায় শাখতারের বিপক্ষে সিটির ৬-০ গোলে জেতা ম্যাচে হ্যাটট্রিক উপহার দিয়েছিলেন জেসুস। আরেক ম্যাচে ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেবের মাঠে ৪-০ গোলে হেরেছে ইতালির ক্লাব আটালান্টা।

বিজ্ঞাপন

‘ডি’ গ্রুপে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচের ৪৮ মিনিটের মাথায় জুভিদের এগিয়ে নেন হুয়ান কুয়াদ্রাদো, ৬৫ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন ব্লেইসিস মাতুইদি। ৭০ মিনিটে ব্যবধান কমানো গোলটি করেন অ্যাতলেতিকোর স্টিফান স্যাভিক আর সমতাসূচক গোলটি করেন হেক্টর হেরেরা, ম্যাচের ৯০ মিনিটের মাথায়। আরেক ম্যাচে জার্মানির বায়ার লেভারকুজেনের মাঠে ২-১ গোলে জিতেছে রাশিয়ার লোকোমোটিভ মস্কো।

সারাবাংলা/এমআরপি

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন