বিজ্ঞাপন

ক্যাসিনোতে প্রশাসনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

September 19, 2019 | 4:13 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ক্যাসিনো ব্যবসার সঙ্গে প্রশাসনের কেউ জড়িত থাকলে তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে আমরা ব্যবস্থা নেব।

বিজ্ঞাপন

সচিবালয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কলাবাগানে একটি ক্যাসিনোর খবর ছিল সেটি বন্ধ করেছি। কারওয়ানবাজারে একটি শুরু হচ্ছিল সেটির বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিয়েছি। মাঠে আমাদের গোয়েন্দারা কাজ করছে, তাদের তথ্যের ভিত্তিতেই এই অভিযান চলছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যেভাবে নির্দেশনা দিচ্ছে আমরা সেভাবেই কাজ করছি। তিনি সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানে আছেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছেন। সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদকের সঙ্গে সম্পৃক্ততা প্রমাণ যার বিরুদ্ধেই পাওয়া যাবে আমরা ব্যবস্থা নেব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন