বিজ্ঞাপন

কুমিল্লায় অপহরণ, ৭ দিন পর ঢাকা থেকে উদ্ধার প্রবাসী

September 20, 2019 | 1:30 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে অপহরণের সাতদিন পর প্রবাস ফেরত যুবক মো. ইয়াছিনকে উদ্ধার করা হয়েছে। ঢাকায় পোস্তগোলা ব্রিজের কাছ থেকে আহত অবস্থায় তাকে পাওয়া যায়।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লায় সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) সাখাওয়াত হোসেন জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার পোমকারা গ্রামের ছিদ্দিকুর রহমানে ছেলে ইয়াছিন চলতি মাসের ৭ তারিখে সৌদি আরব থেকে বাড়িতে আসেন। ১২ সেপ্টেম্বর তার বন্ধু নজরুল ইসলাম সুমন তাকে ইতালি নেওয়ার কথা বলে ভিসা প্রসেসিংয়ের জন্য বাড়ি থেকে নিয়ে যায়। পরবর্তীতে তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে তার পরিবারের কাছে মোবাইল ফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের লোকজন এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ে করে। পুলিশ অভিযোগের ভিত্তিতে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে চাঁদপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

পুলিশের তৎপরতা বুঝতে পেরে অপহরণকারীরা ইয়াছিনকে ঢাকার শ্যামপুর থানার পোস্তগোলা ব্রিজের কাছে হাত-পা বেঁধে আহত অবস্থায় ফেলে যায়। পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসাসেবা দেয় ও পরিবারের কাছে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

অপহরণকারীদের পুলিশ চিহ্নিত করতে পেরেছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সারাবাংলা/এনএইচ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন