বিজ্ঞাপন

চট্টগ্রামেও অভিযান হবে: তথ্যমন্ত্রী

September 20, 2019 | 8:18 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: দলমত না দেখে ঢাকার মতো চট্টগ্রাম শহরেও অন্যায়-অনিয়মের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আন্তঃস্কুল জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা জানান।

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী বলেন, ‘একটি উন্নত রাষ্ট্র গঠনের জন্য প্রধানমন্ত্রী নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। যারা অনিয়ম করে তারা দেশকে পিছিয়ে দেয়, সুতরাং সমস্ত অনিয়ম ও মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে চট্টগ্রাম শহরেও অভিযান হবে।’

তিনি বলেন, ‘এখন মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, ঢাকা শহরে অভিযান চলছে। যেখানে অন্যায়-অনিয়ম সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কে কোন দলের, কোন মতের সেটা দেখা হচ্ছে না। এবং এটি অব্যাহত থাকবে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি সুন্দর দেশে পরিণত করতে চাই।’

অনুষ্ঠানে হাছান মাহমুদ বলেন, ‘আমরা যুক্তিভিত্তিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি। যুক্তি এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে যুক্তি-তর্কের ভিত্তিতে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে বিতর্ক ছাড়া সেটি সম্ভব নয়।

বিজ্ঞাপন

বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘তোমরা স্বপ্ন দেখবে। তবে স্বপ্ন শুধু নিজের জন্য দেখবে না, সবার জন্য দেখবে, দেশের জন্য দেখবে। আমরা একটি উন্নত দেশ গড়তে চাই। মেধাসম্পন্ন নাগরিক ছাড়া উন্নত দেশ গড়া সম্ভব নয়। স্কুলে যারা পড়ে তাদেরকে যেভাবে গড়ে তোলা সম্ভব, যারা কলেজে চলে গেছে কিংবা বিশ্ববিদ্যালয়ে চলে গেলে তাদেরকে সেভাবে গড়ে তোলা সম্ভব না। আমি স্কুলে যেটি শিখেছি বা স্কুলে পড়ার সময় শিক্ষকরা যেটি আমাকে শিখিয়েছেন সেটি আমার জীবন চলার পথে বন্ধুর পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে প্রচণ্ড সহায়ক হচ্ছে।’

একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান বলেন, ‘বিতর্ক প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছেন, আপনারা বাংলাদেশের ভবিষ্যৎ। দেশকে এগিয়ে নিতে হলে যুক্তির প্রয়োজন আছে। যারা যুক্তিবাদী তারা বিকৃত ইতিহাস বিশ্বাস করে না। যারা যুক্তিবাদী তারা সাম্প্রদায়িক হয় না, জঙ্গিবাদ থেকে দূরে থাকে। দেশীয় সংস্কৃতির প্রতি যুক্তিবাদীদের ভালোবাসা থাকে।’

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজহারুল হক, অতিরিক্ত সচিব (সম্প্রচার) নুরুল করিম, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য্য বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র দেশের ৪৮টি বিদ্যালয়ের বিতর্ক দল নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। এর মধ্যে ১০টি চট্টগ্রামের। বাকি দলগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অংশ নিচ্ছে।

সারাবাংলা/আরডি/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চবি ছাত্রকে মারধরের পর হলের ছাদ থেকে ফেলা চেষ্টার অভিযোগহিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের ৪ নির্দেশনাঢাকার পয়ঃবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশরানা প্লাজা ধস: ভুক্তভোগীদের পুনর্বাসন ও মামলা নিষ্পত্তির দাবিগরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপিরকল্পনা চাকমা অপহরণ মামলা ২৮ বছর পর খারিজব্যাংক একীভূতকরণের নামে ঋণ খেলাপিদের দায়মুক্তি দেওয়া হচ্ছেন্যাপ বাস্তবায়নের জন্য চাই রাজনৈতিক সদিচ্ছা ও আইনি ভিত্তিকাদেরকে নিয়ে মন্তব্য, যাত্রী কল্যাণের মহাসচিবের বিরুদ্ধে জিডিজাহাজেই ফিরবেন ২৩ নাবিক, চলছে কয়লা খালাস সব খবর...
বিজ্ঞাপন