বিজ্ঞাপন

বয়স লুকিয়ে ‘নায়ক’ ভারতীয়রা!

February 10, 2018 | 4:49 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

সম্প্রতি অস্ট্রেলিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। আনন্দের রেশ না কাটতেই ভারতের যুব বিশ্বকাপ জয়ের নায়ক মনজোত কারলার বিরুদ্ধে বয়স লুকানোর অভিযোগ উঠেছে। অভিযোগ গিয়ে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির টেবিলে।

ফাইনালের মঞ্চে সেঞ্চুরি করা কালরার বয়স ভাঁড়ানো নিয়ে এর আগে অভিযোগ করেছিলেন বিষেণ সিং বেদি ও কীর্তি আজাদের মতো সাবেক ক্রিকেটাররা। এবার টুর্নামেন্টের যুগ্ম সর্বোচ্চ উইকেটশিকারি অনুকূল রায়ের বিরুদ্ধে একই অভিযোগ আনলেন বিহার ক্রিকেট সংস্থার সচিব আদিত্য ভার্মা।

তবে এক্ষেত্রে সরসরি অনুকূলকে কাঠগড়ায় তুলছেন না আদিত্য ভার্মা। তিনি বিসিসিআই এর অ্যাক্টিং সেক্রেটারি অমিতাভ চৌধুরির এমন ভুলের কথা তুলে ধরেছেন। বোর্ডের পদাধিকার বলেই অমিতাভ চৌধুরি নাকি অন্যায়ভাবে অনুকূলকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে জায়গা করে দিয়েছেন।

বিজ্ঞাপন

আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ও সিওএ প্রধান বিনোদ রাইকে লেখা চিঠিতে আদিত্য জানিয়েছেন, ‘অনুকূল রায় গত বছর বোর্ডের ‘এজ ভেরিফিকেশন টেস্ট’এ আটকে গিয়েছিলেন। সে সময় অমিতাভ চৌধুরি বিসিসিআই এর যুগ্মসচিব ছিলেন। নিজের প্রভাব খাটিয়ে অনুকূলকে ঝাড়খণ্ডের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে জাতীয় টুর্নামেন্টে নামান তিনি। এছাড়া অনুকূলের বিশ্বকাপ দলে নির্বাচিত হওয়ার পিছনেও অমিতাভ চৌধুরির হাত রয়েছে।’

আদিত্য আরও জানান, ২০১৩ সালে অমিতাভ চোধুরি ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি থাকাকালীন ঝাড়খণ্ডের ৩৩ জন ক্রিকেটার ‘এজ ভেরিফিকেশন টেস্ট’এ আটকে গিয়েছিল। সেই দলেও ছিলেন অনুকূল। সে হিসেবে ২০১৬’র পর তার অনূর্ধ্ব-১৯ দলে থাকার কথা নয়। কিন্তু অমিতাভের প্রভাবে বিসিসিআই এই ক্রিকেটারকে নিউজিল্যান্ডে পাঠিয়েছিল বিশ্বকাপ খেলতে।’

এর আগে দিল্লির হয়ে খেলার সময় কারলার বিরুদ্ধে বিষেণ সিং বেদি এবং কীর্তি আজাদ বয়স লুকানোর অভিযোগ এনেছিলেন। দুটি অভিযোগ সত্য প্রমাণ হলে বিশ্বকাপ ট্রফি ছিনিয়ে নেওয়া হতে পারে ভারতের কাছ থেকে-এমন গুঞ্জনও উঠেছে।

বিজ্ঞাপন

এদিকে এ বিষয়টি নিয়ে কারলা বলেন, ‘এর আগেও আমার বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছিল। তবে মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী সমস্ত অভিযোগই ভুল প্রমাণিত হয়েছে। বিষয়টি দুঃখজনক।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন