September 22, 2019 | 1:30 pm
সেলিম আহমেদ, সৌদি আরব থেকে: পবিত্র মক্কায় আওয়ামী পরিষদ আয়োজিত দুর্নীতি, চাঁদাবাজদের বিরুদ্ধে কাজ করার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানিয়ে আলোচনা সভা করেছে মক্কা আওয়ামী পরিষদ (আওয়ামী লীগ)।
পবিত্র মক্কায় স্থানীয় একটি হোটেলে শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মক্কা আওয়ামী পরিষদ (আওয়ামী লীগ) এর ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে ও সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবালের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কপিল উদ্দিন, সহ-সভাপতি দেওয়ান ইসমাইল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মক্কা আওয়ামী পরিষদ (আওয়ামী লীগ) এর যুগ্ম সম্পাদক মোহাম্মদ কামাল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সৈয়দ, মক্কা আওয়ামী পরিষদ নাক্কাসা আঞ্চলিক কমিটির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সিনিয়র সহ সভাপতি মো. শাহ্জাহান, নাজিম উদ্দীন, ওয়াহিদ চৌধুরী, মোহাম্মদ নেছার, আবু বক্কর, আবদু শুক্কুরসহ আরও অনেকে।
সারাবাংলা/একে