বিজ্ঞাপন

অবৈধ কোনো ব্যবসা করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

September 22, 2019 | 2:42 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: অবৈধ কোনো ব্যবসা এদেশে করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ক্যাসিনো আইনসঙ্গত ব্যবসা না। আইনলঙ্ঘন করে কাউকে কোনো ব্যবসা আমরা করতে দেবো না— এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ।

বিজ্ঞাপন

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এদিন বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্যাসিনো ব্যবসা বাংলাদেশে অবৈধ। যেটা অবৈধ ব্যবসা সেটা চলতে পারে না। প্রধানমন্ত্রীর নির্দেশেই এর বিরুদ্ধে অভিযান চলছে। জড়িতরা কেউ ছাড় পাবে না, পর্যায়ক্রমে সবাইকে আইনের আওতায় আনা হবে। তদন্ত চলছে। অপরাধ প্রমাণ হলেই শাস্তি।

বিজ্ঞাপন

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিটি করপোরেশনের কাছে ফুটপাত দখলকারীদের তালিকা চাওয়া হয়েছে। তালিকা হাতে পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএইচ/এটি

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন