বিজ্ঞাপন

পাপুয়ায় সহিংসতা: অগ্নিদগ্ধ হয়ে ১৬ জনের মৃত্যু

September 24, 2019 | 10:33 am

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের পাপুয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এক শিক্ষকের বর্ণবাদী মন্তব্যের জেরে আন্দোলন শুরু হয়। বিক্ষোভে নামা বেশিরভাগই শিক্ষার্থী।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা একটি ওমেনা শহরের একটি সরকারি অফিসে আগুন লাগিয়ে দিলে ১৬ জন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। সোমবার (২৩ সেপ্টেম্বর) ঘটেছে এই ঘটনা।

পাপুয়ার সামরিক বিভাগের মুখপাত্র ইকো ডারায়ন্ত বলেন, সহিংসতায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

এর আগে অন্য একটি ঘটনায়, শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে পাপুয়াতে ৪ জনের প্রাণহানি হয়েছিল।

বিজ্ঞাপন

পাপুয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসে পতাকা পুড়েছে বলেও অভিযোগ রয়েছে। এ নিয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের হয় কয়েক দফা সংঘর্ষ।

সারাবাংলা/এনএইচ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন