বৃহস্পতিবার ৫ ডিসেম্বর, ২০১৯ ইং , ২১ অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ, ৭ রবিউস-সানি, ১৪৪১ হিজরি
Hasina: A Daughter's Tale
সেপ্টেম্বর ২৪, ২০১৯ | ১২:১০ অপরাহ্ণ
ওমর ফারুক হিমেল, সিউল, দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ডিএমজেডে একাদশ আন্তর্জাতিক চলচিত্র উৎসবে দেখানো হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ডকু ড্রামা ' হাসিনা এ ডটারস টেল’। শনিবার এবং রোববার দুদিন ফেস্টিভ্যালে ছবিটি দেখানো হয়। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় সিউলে বসবাসরত কূটনীতিকদের জন্যও এ ডকু ড্রামাটি প্রদর্শিত হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের অন্যতম প্রযোজক বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ছবির পরিচালক পিপলু খান এবং সম্পাদনার কাজে সাহায্য করা নবনীতা সেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন দক্ষিন কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামসহ আরো অনেকে।
গত বছরের ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে উপলক্ষ্য করে চলচ্চিত্রটি প্রকাশিত হয়। এরপর থেকেই মর্মস্পর্শী এ বায়োপিকটি দেশ ও দেশের বাইরে প্রশংসা পায়। এছাড়া বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্যে মনোনীত হয়েছে ‘হাসিনা এ ডটারস টেল’।
সারাবাংলা/পিএম