বিজ্ঞাপন

জায়গা সংকটে হংকং, পাহাড়ের ঢালুতেই প্রিয়জনের সমাধি

September 26, 2019 | 3:00 pm

বিচিত্রা ডেস্ক

মাত্র ১১শ বর্গ কিলোমিটার আয়তনের হংকং বিত্ত-বৈভবে সমৃদ্ধ হলেও ৭০ লাখেরও বেশি জনসংখ্যার ভারে নতজানু। আকাশছোঁয়া দালান তুলে সেখানের বাসস্থান সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে মরদেহের সৎকার হংকংয়ের নতুন মাথা ব্যথার কারণ হিসেবে দেখা দিয়েছে। ফিনবার ফ্যালন নামে লন্ডনভিত্তিক এক সাংবাদিক সেখানে পাহাড়ের ঢালুতে গড়ে তোলা সমাধিস্থল ক্যামেরাবন্দি করেছেন।

বিজ্ঞাপন

মূলত আশির দশকেই এ ধরনের সমাধির জনপ্রিয়তা বাড়তে থাকে। তাতে সরকারেরও সায় ছিল। ২০১৩ সাল নাগাদ পাহাড়ের গায়ে এসব সমাধিতে শতকরা ৯০ ভাগ মৃতের সৎকার করা হয়েছে। সামাজিক মূল্যবোধের অংশ হিসেবে মৃতদের সৎকারে অবহেলা মানতে পারেন না হংকংয়ের বাসিন্দারা।

বিজ্ঞাপন

পিছনে আকাশচুম্বী দালান আর পাশেই সমাধিক্ষেত্র; এধরনের ছবি তোলা প্রসঙ্গে আলোকচিত্রী ফ্যালন বলেন, আমি আসলে জীবন আর মৃত্যুর সম্পর্ক আঁকতে চেয়েছি।

বিজ্ঞাপন

সমাধিক্ষেত্রের জন্য হংকংয়ে প্রতিটি স্থায়ী প্লটের দাম ৩৬ হাজার মার্কিন ডলার। অনেকে হয়ত এর চেয়ে বেশি বিক্রিও করেন। সরকারি সমাধিক্ষেত্রে তুলনামূলক কম অর্থে জায়গা পাওয়া গেলেও তা খালি পাওয়া যায় না।

সারাবাংলা/এনএইচ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন