বিজ্ঞাপন

মিয়াদাঁদকে টপকে গেলেন বাবর আজম

September 30, 2019 | 8:03 pm

স্পোর্টস ডেস্ক

২০০৯ সালের পর এই প্রথম শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে খেলতে নেমেছে পাকিস্তান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে করাচিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলেছে ৩০৫ রান। সেঞ্চুরি হাঁকান তিন নম্বরে নামা বাবর আজম।

বিজ্ঞাপন

১০৫ বলে আটটি চার আর চারটি ছক্কায় বাবর আজম করেন ১১৫ রান। এটি ক্যারিয়ারে তার ১১তম ওয়ানডে সেঞ্চুরি। এর মধ্যদিয়ে এক ক্যালেন্ডার ইয়ারে বা পঞ্জিকাবর্ষে বাবর আজম ১০০০ রান পূর্ণ করেন। দ্রুততমর হিসেবে তাতে টপকে যান সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াদাঁদকে।

পাকিস্তানের সাবেক দলপতি মিয়াদাঁদ ১৯৮৭ সালে (এক পঞ্জিকাবর্ষে) ১০০০ রান পূর্ণ করেছিলেন ২১ ইনিংসে। এই মাইলফলকে পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে এক নম্বরে থাকতে বাবর আজমের লাগলো ১৯ ইনিংস। তিন নম্বরে আছেন সাবেক মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ এবং বর্তমান কোচ মিসবাহ উল হক। তাদের লেগেছিল ২৩ ইনিংস।

চলতি বছরে (২০১৯) এক হাজার রান পূর্ণ করেছেন ভারতের দলপতি বিরাট কোহলি (১২৮৮), ওপেনার রোহিত শর্মা (১২৩২), অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (১১৪১) এবং উসমান খাজা (১০৮৫)।

বিজ্ঞাপন

** ধোনির আন্তর্জাতিক উইকেট পাওয়ার দিন

সারাবাংলা/এমআরপি

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন