বিজ্ঞাপন

শাহজালালে কোটি টাকার সোনা ও মোবাইল আটক

October 2, 2019 | 11:13 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকার সোনা ও বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিট।

বিজ্ঞাপন

বুধবার (২ অক্টোবর) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন।

সাজ্জাদ জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থানগ্রহণ করে নজরদারি করতে থাকে। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে সন্ধ্যা ৭টায় দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইট এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৬ যোগে আসা যাত্রী সাহাবুদ্দিন ও মনির আহমেদকে চ্যালেঞ্জ করা হয়। এরপর তারা অস্বীকার করলে তাদের বহনকৃত লাগেজে অভিনব কায়দায় তার আকারে রাখা ২ কেজি ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এছাড়া, অন্যান্য কয়েকটি ফ্লাইটের কয়েকজন যাত্রীকে তল্লাশি করে আরও ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এসব সোনার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

সাজ্জাদ হোসেন আরও জানান, অন্য কিছু যাত্রীকে তল্লাশি করে ১০০ পিস বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মোবাইল আটক করা হয়েছে। আটককৃত মোবাইল পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

বিজ্ঞাপন

এসব আটকের ব্যাপারে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাবাংলা/এসজে/এনএইচ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন