বিজ্ঞাপন

বকেয়া বেতনের দাবিতে এসএটিভির সাংবাদিকদের কর্মসূচি

October 5, 2019 | 6:47 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বকেয়া বেতন পরিশোধের দাবি এবং অনৈতিকভাবে চাকরিচ্যুতির প্রতিবাদে অবস্থান কর্মসুচি পালন করেছেন এসএটিভির সাংবাদিকরা।

বিজ্ঞাপন

শনিবার (৫ অক্টোবর) গুলশানের এসএটিভির কার্যালয়ের সামনে এ কর্মসুচি পালন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও এসএটিভির সাংবাদিক-কর্মচারীরা। অবস্থান কর্মসূচিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতারা অংশ নেন। পরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা এসএটিভির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য অন্যান্য গণমাধ্যমকর্মীদের বলেন, ‘এসএটিভির প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। সেখানে আমরা সকল বকেয়া বেতন আদায়, বেতন বৃদ্ধি, ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ এবং চাকুরিচ্যুতদের চাকরিতে ফেরত দেওয়ার দাবি করেছি। মৌখিক আলোচনায় আমরা সন্তুষ্ট হতে চাই না। এ কারণে দাবিগুলো আমরা লিখিতভাবে তাদের দেব। এ বিষয়ে তারা কী কার্যক্রম গ্রহণ করেন সেটিও আমাদের জানাবেন।’

তিনি বলেন, ‘এ সমস্যার সমাধান না করা হলে আগামী শনিবার ২৪ ঘণ্টার অবস্থান কর্মসুচি চলবে। একইসঙ্গে ওই দিন প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

বিজ্ঞাপন

এদিকে এসএটিভির প্রধান নির্বাহী (সিইও) সৈয়দ সালাহউদ্দিন জাকি কর্মীদের চাকুরিচ্যুতির বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এ ধরনের কোনো কিছু এখানে হয়নি। তবে বেতন নিয়ে একটা সমস্যা হয়েছে সেটা প্রক্রিয়াগতভাবে সমাধান শুরু হয়েছে।’

সালাহউদ্দিন জাকি বলেন, ‘আজকে সাংবাদিক ইউনিয়নের নেতারা এসেছিলেন, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আগামীকাল একটি স্মারকলিপি দেবেন। ওই স্মারকলিপি দেখে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’

আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘তাদের লিখিত স্মারকলিপি পাই, তারপর আমরা আমাদের লিখিত জবাব যাবে, সেটি আপনাদের জানিয়ে দেওয়া হবে।’

বিজ্ঞাপন

চাকুরিচ্যুতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি প্রশাসনিক ব্যাপারে কোনো কিছু বলতে রাজি না। প্রশাসনিক প্রক্রিয়ায় অনেক কিছুই হতে পারে। কীসে অভিযোগে তাদের ফোর স্লিপ দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আছে। কিছু তো আছে। তা না হলে কেন তাদেরকে দেওয়া হবে।’

আন্দোলনকারীদের বরাত দিয়ে জানা যায়, চারমাস ধরে বেতন বকেয়া রয়েছে এসএটিভির সাংবাদিকদের। এ অবস্থায় গত মাসে কয়েকজনকে চাকুরিচ্যুত করা হয়েছে এবং সাতজনকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির এ সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন উদ্বিগ্ন সাংবাদিকেরা।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি খন্দকার মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, কোষাধ্যক্ষ উম্মুলওয়ারা সুইটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন