বিজ্ঞাপন

‘বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী’

October 6, 2019 | 1:52 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক জানিয়েছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। ধর্ম যার যার, উৎসব সবার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন মন্ত্রী।

গোলাম দস্তগীর গাজী দাউদপুরের কালনী, দুয়ারা, ভোলাবো, বিরাবো ও কাঞ্চন চন্ডীতলা এলাকায় ৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

এসময় তিনি বলেন, ‘বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই সকল ধর্মের কল্যাণে কাজ করছে। এ দেশ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের নাগরিকের। আওয়ামী লীগ সরকারে থাকলেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। মনে রাখতে হবে, আওয়ামীলীগ সরকার, সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার।’

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এমায়েত হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, আওয়ামী লীগ নেতা সৈয়দ মারফত আলী, মুকুল পাশা ও খায়রুল আলম নয়নসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন