বিজ্ঞাপন

উত্তর প্রদেশে ক্লাসরুমে ধূমপান করে শিক্ষক বরখাস্ত

October 6, 2019 | 9:15 am

আন্তর্জাতিক ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লাসরুমে ধূমপান করার ভিডিও ছড়িয়ে পড়ায় চাকরি থেকে বরখাস্ত হয়েছেন এক শিক্ষক। শনিবার (৫ অক্টোবর) ভারতের উত্তর প্রদেশের সীতাপুর প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবরে জানিয়েছে এএনআই।

বিজ্ঞাপন

এই ভিডিওতে দেখা যায় ক্লাসরুম ভর্তি প্রাথমিকের শিক্ষার্থীদের সামনে ওই শিক্ষক বিড়ি জ্বালানোর চেষ্টা করছেন।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অজয় কুমার এএনআইকে জানান, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ধূমপানের ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পর আমি বিভাগীয় শিক্ষা কর্মকর্তাদের ওই স্কুলে পাঠাই। তারা ওই শিক্ষকের পরিচয় নিশ্চিত করলে, আমি তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিই’।

তিনি আরও বলেন, যেহেতু শিক্ষার্থীদের ওপর শিক্ষকের প্রভাব অপরিসীম, তাই তাদের উচিত ধূমপান থেকে বিরত থাকা। আর ক্লাসরুমের ভেতরে ধূমপানের ঘটনা তো কোনোভাবেই সমর্থন করা যায় না। ভবিষ্যতে এ ধরণের কর্মকান্ডে আরও কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন