বিজ্ঞাপন

ইন্টারনেট ধীর গতি রাখার সিদ্ধান্ত প্রত্যাহার

February 12, 2018 | 9:58 am

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। সোমবার সকাল ৯টায় সংস্থাটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ সারাবাংলাকে বলেন, আপাতত আমরা ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছি। এ  বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে বিটিআরসি পরীক্ষার দিন সকালে আড়াই ঘণ্টা ইন্টারনেটের গতি কমিয়ে রাখতে সব আইএসপি ও মোবাইল অপারেটরদের নির্দেশনা দিয়েছিল। পরীক্ষামূলকভাবে গতকাল (রোববার) রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আধা ঘণ্টা দেশের সব ইন্টারনেট প্রোভাইডারের ব্যান্ডউইথ প্রতি সেকেন্ড ২৫ কিলোবিটে বেঁধে দেওয়া হয়।

বিজ্ঞাপন

সেই সিদ্ধান্ত কার্যকরে সোমবার সকাল ৮ টা থেকে সারাদেশে ইন্টারনেটে ধীর গতি রাখা হয়। এরপর হঠাৎ করে ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

সারাবাংলা/ইএইচটি/টিএম

আরও পড়ুন: প্রশ্নফাঁস ঠেকাতে নতুন নিদান: ধীর গতির ইন্টারনেট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন