বিজ্ঞাপন

মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে আন্তর্জাতিক প্রকাশনা

October 7, 2019 | 9:28 am

সারাবাংলা ডেস্ক

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শকে তুলে ধরে আন্তর্জাতিক পাঠকদের জন্য বঙ্গবন্ধুর জীবনী প্রকাশিত হবে।

বিজ্ঞাপন

রোববার (৬ অক্টোবর) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে প্রফেসর ড. ফকরুল আলমের সভাপতিত্বে আন্তর্জাতিক প্রকাশনা ও অনুবাদ উপকমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা থেকে বঙ্গবন্ধুকে নিয়ে এই প্রকাশনার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর জীবন ও আদর্শকে তুলে ধরে শিশুদের উপযোগী বই, বঙ্গবন্ধুর বক্তৃতার সংকলনসহ তাঁকে নিয়ে একটি কফি টেবিল বইও প্রকাশ করা হবে।

জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, উপকমিটির সদস্য সচিব কাজী আনিস আহমেদসহ সভায় আরও উপস্থিত ছিলেন ড. রাশিদ আসকারী, প্রফেসর আহমেদ আহসানুজ্জামান, প্রফেসর ড. সামসাদ মূর্তজা ও সাদাফ সাজ প্রমুখ। সূত্র: বাসস।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন