বিজ্ঞাপন

২৮ চীনা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র

October 8, 2019 | 9:10 am

আন্তর্জাতিক ডেস্ক

চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের সাথে জাতিগত নিপীড়নে যুক্ত থাকার অভিযোগে ২৮ চীনা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৮ অক্টোবর) খবরে জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

এই কালো তালিকাভুক্তির কারণে, এখন থেকে ওই প্রতিষ্ঠানগুলো ওয়াশিংটনের অনুমতি ছাড়া কোনো মার্কিন প্রতিষ্ঠানের সাথে কোনো ধরণের বাণিজ্য করতে পারবে না। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি রয়েছে বিশ্বের সবচেয়ে বড় নজরদারি সামগ্রী নির্মান প্রতিষ্ঠান।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের দায়ে ওই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে, সাম্প্রতিক এই নিষেধাজ্ঞার ব্যাপারে চীনের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

উইঘুরে মুসলিম সম্প্রদায়ের অন্ততঃ ১ মিলিয়ন মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

কিন্তু চীন জানিয়েছে, সেগুলো ডিটেনশন ক্যাম্প নয় ভোকেশনাল ট্রেনিং সেন্টার।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভ্যাটিকান সিটিতে এক বক্তব্যে বলেছিলেন, চীন চায় তার নাগরিকেরা সৃষ্টিকর্তার আরাধনা না করে তাদের রাষ্ট্র ব্যবস্থারই যেন আরাধনা করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন