বিজ্ঞাপন

বিকেলে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

October 9, 2019 | 12:19 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাসহ সাম্প্রতিক নানা বিষয়ে আলোচনা করতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি।

বিজ্ঞাপন

বুধবার (৯অক্টোবর) বিকেল ৫ টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকে অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রমতে, প্রধানমন্ত্রীর ভারত সফর, সফরকালে সম্পাদিত চুক্তি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড, এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আন্দোলন, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিএনপির অবস্থান কী হবে?- সে ব্যাপারে আলোচনা করার জন্যই জরুরি এ বৈঠক ডাকা হয়েছে।

এ ছাড়া স্থায়ী কমিটির  বৈঠকে নিয়মিত এজেন্ডা- কারাবন্দি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার পর্যালোচনা, জামিনের ব্যাপারে আইনি লড়াই সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতির পর্যালোচনা, মুক্তির দাবিতে রাজপথের কর্মসূচি, দলের সাংগঠনিক অবস্থাসহ অন্তত ১৩টি বিষয় নিয়ে আলোচনা হতে পারে আজকের বৈঠকে।

বিজ্ঞাপন

দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাসনে, মহাসচিব ব্যক্তিগত সফরে অস্ট্রেলিয়ায় রয়েছেন। ফলে ঢাকায় অবস্থানরত স্থায়ী কমিটির সদস্যদের বৈঠকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে বলা হয়েছে।

সারাবংলা/এজেড/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন