বিজ্ঞাপন

দুই পরিবর্তন নিয়ে কাতারের বিপক্ষে বাংলাদেশ

October 10, 2019 | 7:05 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে: বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। শক্তিশালী কাতারের বিপক্ষে নামানো হয়েছে চার ডিফেন্ডারকে। মাঝে তিনজনকে নিয়ে সামনে আক্রমণভাগ সাজিয়েছেন জেমি ডে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় মাঠে নেমেছে দুই দল।

বিজ্ঞাপন

১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে যে স্কোয়াড ছিল সেখান থেকে শুধু দুটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বনাথের বদলে ডিফেন্সে রায়হান হাসান। রবিউলের বদলে ইব্রাহিম।

ফরমেশনে পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ জেমি ডে। ৪-১-৪-১ নতুন ফরমেশনে কাতারের বিপক্ষে মাঠে নামিয়েছেন শিষ্যদের।

ডিফেন্সে চার, মাঝমাঠে তিনজন ও উইঙ্গে দুইজনকে রেখে আর স্ট্রাইকারের ভূমিকায় জীবনকে রেখে সাজানো হয়েছে ফরমেশন।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ:
আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, ইয়াসিন খান, রিয়াদুল হাসান, রায়হান হাসান, জামাল ভূঁইয়া, সোহেল রানা, বিপলু আহমেদ, নাবিব নেওয়াজ জীবন, মোহম্মদ ইব্রাহিম, সাদ উদ্দিন।

সারাবাংলা/জেএইচ/এমআরপি

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন