বিজ্ঞাপন

আবরার হত্যা: জিয়নের দোষ স্বীকার, মিজান কারাগারে

October 11, 2019 | 6:06 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যা মামলায় বুয়েট ছাত্রলীগের বহিস্কৃত ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন আদালতে দোষ স্বাীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ অক্টোবর) আসামি জিয়ন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী আসামি জিয়নের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে গত ৮ আক্টোবর জিয়নের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলাটিতে গতকাল বৃহস্পতিবার বুয়েট ছাত্রলীগের বহিস্কৃত উপসমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

এদিকে আবরার হত্যা মামলার আরেক আসামি মিজানুর রহমানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে একই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এমআই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন