বিজ্ঞাপন

আবরার হত্যা: এজাহারের ১৮ নম্বর আসামি মোয়াজ গ্রেফতার

October 12, 2019 | 1:38 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত আরও এক আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ।

বিজ্ঞাপন

শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উত্তরার ১৪ নম্বর সেক্টর থেকে আসামি মোয়াজ আবু হুরায়রা’কে (২০) গ্রেফতার করা হয়। তিনি আবরার হত্যা মামলার এজাহারের ১৮ নম্বর আসামি।

মোয়াজ আবু হুরায়রার বাবার নাম মাশরুর-উজ-জামান। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পিরপুর গ্রামে। মোয়াজ বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র এবং শেরেবাংলা হলের আবাসিক শিক্ষার্থী।

বিজ্ঞাপন

গত রোববার (৬ অক্টোবর) রাতে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে মারা যান আবরার ফাহাদ। সোমবার (৭ অক্টোবর) সকালে হলের সিঁড়ি থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সকাল সাড়ে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবরারকে মৃত ঘোষণা করেন।

আবরারকে পিটিয়ে হত্যার ঘটনায় তার বাবা মো. বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেন। মামলায় ১৯ জনকে আসামি করা হয়।

মোয়াজ আবু হুরায়রাকে গ্রেফতারের মধ্যদিয়ে এ পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করল পুলিশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আবরার হত্যা: জিয়নের দোষ স্বীকার, মিজান কারাগারে
আবরার হত্যা: অমিত সাহা ও তোহা ৫ দিনের রিমান্ডে
‘বুয়েট প্রশাসন আরেকটু কেয়ারফুল থাকলে আবরার হত্যা নাও ঘটতে পারত’
আবরার হত্যা মামলার আরেক আসামি মাজেদুল গ্রেফতার
আবরার হত্যায় স্বীকারোক্তি দিলেন ছাত্রলীগ নেতা সকাল
আবরার হত্যার ঘটনা পুঁজি করে মাঠে নেমেছে ছাত্রশিবির
আবরার হত্যা বাক স্বাধীনতার ওপর নিষ্ঠুরতম আঘাত: টিআইবি
আবরারকে মারা হচ্ছে জানলে প্রশাসনের অনুমতির অপেক্ষা করতো না পুলিশ
আবরার হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে: আইনমন্ত্রী
আবরার হত্যা: পলাতক আসামি তোহা গ্রেফতার
‘আবরার হত্যা মামলার চার্জশিট শিগগিরই’
আবরারের রুমমেট মিজান আটক
আবরার হত্যা: অমিত সাহা আটক
২০১১ নয় ২০০৫ নম্বর রুমে মারা যান আবরার, হত্যায় জড়িত ২২ জন

সারাবাংলা/এসএইচ/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন