বিজ্ঞাপন

বেসিস ন্যাশনাল আইসিটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ২৯ প্রতিষ্ঠান

October 12, 2019 | 7:19 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: এ বছর বেসিস ন্যাশনাল আইসিটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছে ২৯টি প্রতিষ্ঠান। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এবার বেসিস অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো বিজনেস সার্ভিসেস-ফিন্যান্স অ্যান্ড একাউন্টিং-চ্যাম্পিয়ন- অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড, বিজনেস সার্ভিসেস-আইসিটি সার্ভিস সল্যুশনস-চ্যাম্পিয়ন- হেলোটাস্ক লিমিটেড, বিজনেস সার্ভিসেস-মার্কেটিং সল্যুশনস -চ্যাম্পিয়ন- অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড, বিজনেস সার্ভিসেস-প্রোফেশনাল সার্ভিসেস-চ্যাম্পিয়ন- অ্যান্ট বিজনেস নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড, কনজ্যুমার-ব্যাংকিং, ইনস্যুরেন্স, ফিন্যান্স-চ্যাম্পিয়ন- লঙ্কাবাংলা ইনফরমেশন সিস্টেম লিমিটেড, কনজ্যুমার-ডিজিটাল মার্কেটিং-চ্যাম্পিয়ন- অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড, কনজ্যুমার-মিডিয়া অ্যান্ড এন্টারটেইমেন্ট-চ্যাম্পিয়ন- কন্টেন্ট ম্যাটার্স লিমিটেড, কনজ্যুমার-রিটেইল অ্যান্ড ডিস্ট্রিবিউশন-চ্যাম্পিয়ন- এটুআই, আইসিটি বিভাগ, ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস-কমিউনিটি সার্ভিসেস-চ্যাম্পিয়ন- শাটল,ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস-এডুকেশন-চ্যাম্পিয়ন- ইয়োডা।

ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস-হেলথ অ্যান্ড ওয়েলবিঙ্গ-চ্যাম্পিয়ন- এটিআই লিমিটেড, ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস-ইনডেজিনিয়াস সার্ভিসেস-চ্যাম্পিয়ন- ব্যাবিলন রিসোর্স লিমিটেড, ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস-রিজিওনাল অ্যান্ড রিমোট সার্ভিসেস-চ্যাম্পিয়ন- এখনি.কম লি. (বাগডুম ডটকম), ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস-সাস্টেইলিবিটি অ্যান্ড এনভায়রনমেন্ট- যুগ্ম চ্যাম্পিয়ন- জেনেক্স ইনফোসিস লিমিটেড, ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস-সাস্টেইলিবিটি অ্যান্ড এনভায়রনমেন্ট যুগ্ম -চ্যাম্পিয়ন- স্কিল ডেভলোপমেন্ট ফর মোবাইল গেম এবং অ্যাপ্লিকেশন প্রকল্প, আইসিটি বিভাগ।

অন্য প্রতিষ্ঠান হলো ইন্ডাস্ট্রিয়াল-অ্যাগ্রিকালচার-চ্যাম্পিয়ন-সূর্যমুখী লিমিটেড, ইন্ডাস্ট্রিয়াল-ম্যানুফেকচারিং-চ্যাম্পিয়ন-প্রাইডসিস আইটি লিমিটেড, ইন্ডাস্ট্রিয়াল-সাপ্লাইচেইন লজিস্টিক্স-চ্যাম্পিয়ন-সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল ওয়্যারলেস), ইন্ডাস্ট্রিয়াল-ট্রান্সপোর্ট-চ্যাম্পিয়ন-ডিঙ্গি টেকনোলজিস লিমিটেড, পাবলিক সেক্টর অ্যান্ড গভার্নমেন্ট-ডিজিটাল গভার্নমেন্ট -চ্যাম্পিয়ন- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, পাবলিক সেক্টর অ্যান্ড গভার্নমেন্ট-গভার্নমেন্ট অ্যান্ড সিটিজেন সার্ভিস-চ্যাম্পিয়ন- প্যারালাক্সলজিক ইনফোটেক, স্টুডেন্ট-সিনিয়র ক্যাটাগরি-চ্যাম্পিয়ন-আইডিইবি আইওটি এবং রোবোটিক্স গবেষণা ল্যাব, স্টুডেন্ট-টারশিয়ারি ক্যাটাগরি-চ্যাম্পিয়ন-এইচএমসফট, টেকনোলজি-এআই-চ্যাম্পিয়ন-পিএমস্পায়ার লিমিটেড, টেকনোলজি-বিগ ডেটা-চ্যাম্পিয়ন- ক্র্যামস্ট্যাক লিমিটেড, টেকনোলজি-ইন্টারনেট অব থিংস-চ্যাম্পিয়ন- বন্ডস্টেইন টেকনোলজিস লিমিটেড, ক্রস ক্যাটাগরি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-চ্যাম্পিয়ন- পাইন সলিউশনস লিমিটেড, ক্রস ক্যাটাগরি-স্টার্টআপ- যুগ্ম চ্যাম্পিয়ন-এআরকম, ক্রস ক্যাটাগরি-স্টার্টআপ- যুগ্ম চ্যাম্পিয়ন-সিগমাইন্ড।

বিজ্ঞাপন

২৯ প্রতিষ্ঠানের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সারাবাংলা/এসএ/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন