বিজ্ঞাপন

আবরারের স্ট্যাটাস বারবার ফেসবুকে শেয়ার দেওয়ার আহ্বান আমীর খসরুর

October 12, 2019 | 8:17 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: বুয়েটে ছাত্রলীগ নেতাদের পিটুনিতে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের ফেসবুক স্ট্যাটাস বারবার শেয়ার দেওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ-প্রতিরোধ শুরু হয়েছে। ভয়ভীতি দেখিয়ে প্রতিবাদের জোয়ার থামানো যাবে না।’

বিজ্ঞাপন

শনিবার (১২ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে আমীর খসরু এসব কথা বলেন। ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি ও আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সমাবেশ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে আমীর খসরু বলেন, ‘আবরার ফাহাদের ফেসবুক স্ট্যাটাস বাংলাদেশের আগামীদিনের মুক্তির আন্দোলনের শ্লোগান হবে। আবরার ফেসবুকে যে স্ট্যাটাস পোস্ট দিয়েছে আপনার সেটি বারবার শেয়ার করবেন আপনাদের ফেসবুকে। আবরার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেশবিরোধী চুক্তির প্রতিবাদ করেছে। এর ফলে তাকে জীবন দিতে হয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে। তারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, তারা দেশদ্রোহী।‘

তিনি বলেন, ‘ভারতে নির্বাচিত সরকার রয়েছে, তাই তারা চুক্তি করেছে সে দেশের মানুষের স্বার্থ সংরক্ষণ করে। আর আমাদের সরকার অনিবার্চিত এবং তারা চুক্তি করেছে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে। ক্ষমতায় থাকার জন্য আমাদের সরকার এই কাজ করেছে। কিন্তু এই চেষ্টা বিফল চেষ্টা।’

বিজ্ঞাপন

‘কেউ কাউকে ক্ষমতায় রাখতে পারে না। ক্ষমতার মালিক জনগণ। কয়বার ভোট চুরি করবেন, চোর ধরা পড়বে। চুরির শাস্তিও হবে। ধরা পড়ার পর যে নার্ভাসনেস কাজ করে তা বর্তমান সরকারের কার্যক্রমে প্রতিফলিত হচ্ছে। মানুষকে বোকা কয়বার বানানো যায়?’, যোগ করেন বিএনপিনেতা।

আমীর খসরু বলেন, ‘সরকার অর্থনীতি-রাজনীতি পকেটস্থ করেছে। এর নাম আওয়ামী অর্থনীতি, এতে কারও কোন সুযোগ নেই। যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে শত শত কোটি টাকা আছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে কত হাজার কোটি টাকা আছে কে জানে। কিন্তু এ টাকা তারা খেতে পারবে না। এ টাকা শেষ পর্যন্ত তাকে খাবে যে চুরি করেছে।’

নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান।

বিজ্ঞাপন

সমাবেশকে কেন্দ্র করে নাসিমন ভবন ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

সারাবাংলা/আরডি/এমও

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন