বিজ্ঞাপন

মসজিদে ঢুকে ১৫ জনকে গুলি করে হত্যা

October 13, 2019 | 12:27 pm

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে মসজিদে ঢুকে প্রার্থনারত ১৫ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনা গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় দেশটির উত্তরাঞ্চলের সালমোসি গ্রামের দ্য গ্র্যান্ড মসজিদে এই ঘটনা ঘটে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখনো এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

এই নৃশংস হত্যাকাণ্ডের পর ভয় পেয়ে গ্রামটির অনেকে পার্শ্ববর্তী মালি সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন। বিগত কিছু বছর ধরে জঙ্গিদের সহিংসতায় বুরকিনা ফাসোতে শত শত মানুষের মৃত্যু হয়েছে।

সেখানের গরম-গরম শহরের এক বাসিন্দা বলেন, সকাল থেকে মানুষ পালাতে শুরু করেছে।

বিজ্ঞাপন

২০১২ সালে প্রতিবেশী দেশ মালির উত্তরাঞ্চল ইসলামি জঙ্গিরা দখল করে ফেললে বুরকিনা ফাসোতেও জঙ্গিবাদের প্রভাব পড়ে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে গত ৩ মাসে লাখ লাখ মানুষ সহিংসতার জেরে বুরকিনা ফাসো ছেড়ে পালিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন