বিজ্ঞাপন

আবরার হত্যা: রিমান্ড শেষে পাঁচ আসামি কারাগারে

October 13, 2019 | 7:32 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে পাঁচ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার (১৩ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ এ আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদ, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক ইশতিয়াক আহমেদ ওরফে মুন্না, ছাত্রলীগের সদস্য মুনতাসির আল জেমি ও খন্দকার তাবাখখারুল ইসলাম ওরফে তানভীর। এরইমধ্যে এরা সংগঠন থেকে বহিষ্কৃত হয়েছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকেও এদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

এদিন মামলাটি তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান পাঁচদিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

বিজ্ঞাপন

এর আগে, গত ৮ অক্টোবর আসামিদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৭ অক্টোবর ভোরে বুয়েটের শেরেবাংলা হল থেকে আবরারকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেন।

সারাবাংলা/এআই/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন