বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গৃহবধূকে পিটিয়ে হত্যা, আটক ২

October 14, 2019 | 4:07 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঢাকা: নারায়ণগঞ্জের আড়াইহাজারে কুলসুম আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী শাহ আলম পলাতক রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে এঘটনা ঘটে। মৃত কুলসুম মানিকপুর গ্রামের আব্দুল হকের মেয়ে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর শ্বশুর আব্দুল জলিল ও শাশুড়ি কুলসুম বেগমকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের বড় ভাই শেখ ফরিদ জানান, বিয়ের পর থেকেই তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকত। এরকম ঝগড়ার জের ধরেই হয়তো রাতের কোনো এক সময় কুলসুমকে পিটিয়ে করে পালিয়ে যায় তার স্বামী।

বিজ্ঞাপন

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, নিহতের স্বামী রাতের কোনো এক সময় তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যান। এ ব্যপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্বামীকে গ্রেফতারে জন্য পুলিশের অভিযান চলছে।

এদিকে কুলসুম আক্তারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন