বিজ্ঞাপন

এশিয়ায় আত্মপ্রকাশ করছে কান উৎসব

October 15, 2019 | 5:44 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। প্রতিবছর এই উৎসবকে কেন্দ্র করে ফ্রান্সের কান শহরে একত্রিত হন চলচ্চিত্রের কলাকুশলী, প্রযোজক-পরিচালক, সাংবাদিক আর ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

মর্যাদাপূর্ণ এই আসরের একটি ছোট অংশ এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ায়। ‘ফেস্টিভাল দ্যু কান ফিল্ম উইক’ নামের এই আয়োজন অনুষ্ঠিত হবে হংকংয়ে। আর এই আয়োজনের মাধ্যমে কান চলচ্চিত্র উৎসবের মূল কমিটির সহযোগিতা এবং সংশ্লিষ্টতায় প্রথমবারের মতো কোনো আয়োজন হতে যাচ্ছে এশিয়ায়।


আরও পড়ুনঃ  মিস ইউনিভার্স বাংলাদেশ—এর ক্রাউন (টিয়ারা) উন্মোচন


এই পদক্ষেপকে বলা হচ্ছে ‘কানের এশিয় আত্মপ্রকাশ’। হংকংয়ের একটি ভবনের নাম ‘কে ১১ মুসায়া’। এটি মূলত হংকংয়ের সংস্কৃতি চর্চার একটি জায়গা। কে ১১ মুসায়া’কে কে ১১ মিউজিয়ামও বলা যেতে পারে। এখানেই অনুষ্ঠিত হবে ‘ফেস্টিভাল দ্যু কান ফিল্ম উইক’।

বিজ্ঞাপন

ছয় দিনব্যাপী এই উৎসব শুরু হবে ১২ নভেম্বর, চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। এই উৎসবে প্রদর্শিত হবে কান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়া ছয়টি চলচ্চিত্র। সিনেমাগুলো হলো- লু শান আহমেদ, পোট্রেইট অব আ লেডি অন ফায়ার, দ্য ট্রেইটর, দ্য ইনভিজিবল লাইফ অব ইউরিদিচে গুইসমাও, দ্য ক্লাইম্ব এবং অন আ ম্যাজিক্যাল নাইট।

উৎসবে কিছু অতিথি থাকবেন। যারা দর্শকদের সঙ্গে অংশ নেবেন প্রশ্ন-উত্তর পর্বে।

কান চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট পিয়াহ লিসকিও এবং ‘কে ১১’ গ্রুপ’র প্রতিষ্ঠাতা এড্রিয়ান চ্যাঙ মিলে এই উদ্যোগ নিয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুনঃ

.   পোস্টারে ‘শকুন্তলা’ বিদ্যা

.   আন্তর্জাতিক তিন উৎসবে ‘আমরা একটা সিনেমা বানাবো’

.   ১৫ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা

বিজ্ঞাপন

.   ঢাকা মাতাবেন ফুয়াদ

.   আপনি বলে দেবেন, খবরটি সত্য নয়: কোয়েল মল্লিক


 

সারাবাংলা/পিএ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন