বিজ্ঞাপন

বিপিএল নিয়ে সত্যি কথাটা বলছে কে?

October 15, 2019 | 7:25 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

গত সপ্তাহের আগের সপ্তাহে বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য ও টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস বেশ চড়া স্বরে বলেছিলেন ‘নির্ধারিত সময়েই (৬ ডিসেম্বর) মাঠে গড়াচ্ছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। ঠিক তার পরের সপ্তাহেই বিপিএল নিয়ে সভা বসল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সভা শেষে বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান শেখ সোহেল জানালেন, ‘নির্ধারিত সময়ে বিপিএল হচ্ছে না। ৭-১০ দিন পিছিয়ে যেতে পারে।‘ এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, ‘বিপিএল পেছানোর কোনো কারণ আমি দেখছি না।‘

বিজ্ঞাপন

এমতাবস্থায় প্রশ্ন উঠাটা অমূলক নয় যে, আসলে সত্যি কথাটা বলছে কে? জালাল ইউনুস, শেখ সোহেল নাকি নাজমুল হাসান পাপন? আদৌ কি ৬ ডিসেম্বর সর্বকালের সেরা বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে তার নামে যে বিপিএল (বঙ্গবন্ধু বিপিএল) আয়োজনের স্বপ্ন বিসিবি দেখিয়েছিল তা বাস্তবে রুপ নেবে?

তবে পাপনের কথায় কিছুটা হলেও আশ্বস্ত হওয়ার কারণ আছে, তিনি যে বোর্ড সভাপতি। ‘মোটামুটি সবই ঠিক করা আছে। আমার মনে হয় আমি প্রথম দিন যেটি বলেছি সেটাই, আর কোনো পরিবর্তন নেই। এবার তিন স্পন্সর থাকবে, আমরা নিজেরা চালাবো, এসব যা যা বলেছিলাম সবই ঠিক আছে। দল যে ঠিক করবো এখানে লেগ স্পিনার একজনকে চাচ্ছি রাখতে। স্থানীয় খেলোয়াড়রা যে পজিশনে খেলবে……এগুলো তো প্রথম দিনই বলে দিয়েছি। কাজেই এর মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আর আমি কোনো কারণ দেখি না বিপিএল শিফট হওয়ার। এখন পর্যন্ত শিফট হওয়ার কোনো কারণ আছে বলে আমার জানা নেই।’

ম্ঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় আইসিসি সভা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

আগামি বছর বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফর প্রসঙ্গেও এসময় কথা বলেন পাপন। যদিও নতুন কিছুই শোনাতে পারেননি বিসিবি বস। ‘ওখানে বসে পাকিস্তান সিরিজ নিয়ে কোনো কথা হয়নি। আমাদের একটি পর্যবেক্ষণ দল যাবে। পর্যবেক্ষণ দলের দেওয়া রিপোর্টের উপর সবকিছু নির্ভর করছে। নিরাপত্তা দল যাচ্ছে, আমরা যতটা শুনেছি যে একটু দেরি করতে হচ্ছে। কারণ ওরা একটি চিঠি দিয়েছে যে ১৭ তারিখে দল যাবে। এরপর রিপোর্ট পাওয়ার পর আমরা আসলে সিদ্ধান্ত নিতে পারবো। এটা পুরোটা আমাদের হাতে না। নিরাপত্তা হলো আমাদের কাছে সবচেয়ে বড় প্রাধান্যের বিষয়। সেটা যদি ঠিক না থাকে তাহলে কোনো লাভ হবে না।‘

সারাবাংলা/এমআরএফ/এসএস

Tags: , , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন