বিজ্ঞাপন

ঘুম যেন না আসে

October 16, 2019 | 1:55 pm

আহাদুজ্জামান মোহাম্মদ আলী

গভীর রাতে ওরা আমাকে
মিষ্টি করে ডেকে বললো,
চল সোনা আমাদের সঙ্গে চল,
ঐ বকুল গাছের কাছে,
তোকে রঙ্গীন জামা দেবো,
ঝোলনা দোলনা বানানোর
রঙ্গীন রশি দেবো,
একবার ভেবেছিলাম
তোমাকে ডাকি মাগো,
ওদের কন্ঠে ছিলো আদর,
বড় চেনা মনে হোলো ওদের,
একটুও অবিশ্বাস হয়নি আমার,
ওরা আমাকে নিয়ে গেল
বকুল গাছের তলায়
যেখানে ছিদামের সাথে
খেলেছি কত দিন,
কঠিন হলো ওদের মুখ,
চেনামুখ হলো অচেনা,
আঁধার ঘোর হয়ে নেমে এলো
পাতার ফাঁকে ফাঁকে,
চারটা মানুষ নেচে নেচে
ঘুরতে লাগলো চারপাশে,
এ কেমন খেলা শুরু হলো
অদ্ভুত এই অন্ধকারে,
ওরা আমার গলায় পরালো রশি
ঝুলিয়ে দিলো বকুল গাছের ডালে,
সুর করে গাইতে লাগলো,
দোল দোল দোলনা
সোনা আমার ঝোলনা,
ওরা আমার পেটে ঢোকালো
তীক্ষ্ণ ধারালো ছুরি,
লাল হয়ে ভিজে গেলো জামা,
সুর করে গাইতে লাগলো,
রঙ্গীন জামা দিয়ে গায়
দোলে সোনা দোলনায়,
মা আমার মাগো,
আমার শরীর অবশ হয়ে আসছে,
কালো রঙে ঢেকে যাচ্ছে চোখ,
আমি তোমাকে কথা দিচ্ছি
দোলনায় আর দুলবো না,
শীত শীত করছে
আমার জামাটা পাল্টে দাও,
ভেজা জামায় ঠান্ডা লাগলে
স্কুলে যাবো কি করে কাল,
বকুল ফুলের গন্ধে
ভরে গেছে গাছের তলা,
আমার যন্ত্রণা মিলিয়ে যাচ্ছে
মিষ্টি মাদকতায়,
খেয়াল রেখো ফুলের গন্ধে
আমার ঘুম যেন না আসে কিছুতেই।

বিজ্ঞাপন

সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিন হত্যার ঘটনা নাড়া দিয়েছে গোটা সমাজকে। তুহিনের মৃত্যুকে ঘিরেই কবিতাটি লিখেছেন আহাদুজ্জামান মোহাম্মদ আলী। কবির ফেসবুকের ওয়াল থেকে নিয়ে কবিতাটি সারাবাংলার পাঠকদের জন্য প্রকাশ করা হলো।

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন