বিজ্ঞাপন

আদালতে আসামি অমিত সাহার কান্না

October 17, 2019 | 10:31 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েট শাখা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক অমিত সাহাকে ফের তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কিছু প্রশ্নের উত্তর শেষে দাঁড়িয়ে অমিত সাহাকে কাঁদতে দেখা যায়।

আদালতে শুনানির আগে অমিত সাহা সাংবাদিকদের বলেন, ‘আবরারকে মারধরের দিন আমি সেখানে উপস্থিত ছিলাম না। এ বিষয়ে আমি কিছুই জানি না। রাত দেড়টার দিকের খবর। মিথ্যাভাবে আমি ফেঁসে গেলাম। আমি ঘটনার সঙ্গে জড়িত নয়, এ বিষয়ে আমি কিছু জানি না।’

আবরারকে পিটিয়ে হত্যার বিষয়ে জানতে চাইলে অমিত সাহা বলেন, ‘আমিও তো একজন।’ আর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আদালতের বারান্দায় দাঁড়িয়ে অঝোর কাঁদতে দেখা যায় তাকে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার অমিত সাহাকে আদালতে হাজির করে ফের সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান। দুপুর তিনটার সময় অমিতকে আদালতের বারান্দায় ওঠানো হয়। এ সময় কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলেন অমিত সাহা।

আরও পড়ুন

আবরার হত্যা: তাবাখখারুল ফের ৩ দিনের রিমান্ডে
‘আবরার হত্যাকাণ্ডে আন্দোলনের ইস্যু খুঁজছে ঐক্যফ্রন্ট’
আবরার হত্যায় বুয়েটের ভিসিই জড়িত: মান্না
জয়েন্ট কমিশন বৈঠকে আবরার হত্যার প্রসঙ্গ উঠাতে পারে ইইউ
আবরার হত্যা: সাদাত ৫ দিনের রিমান্ডে
আবরার হত্যা: মনিরের দোষ স্বীকার, রাফাত রিমান্ডে, আকাশ কারাগারে
আবরার হত্যায় ক্ষতিপূরণ রিটে আদালত বিব্রত, অপেক্ষার পরামর্শ

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এআই/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন