বিজ্ঞাপন

রাঙ্গামাটিতে ছাত্রলীগের হরতাল চলছে

February 13, 2018 | 1:42 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুপায়ন চাকমা হত্যার বিচার দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। দলীয় নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে করা বিক্ষোভ মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।

সরেজমিনে দেখা গেছে, হরতালে রাঙ্গামাটি শহরের সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার যানবাহন শহর ছেড়ে যায়নি। শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অফিস আদালত খোলা থাকলেও মানুষের সমাগম তেমন একটা নেই। তবে এসএসসি পরীক্ষার্থী বহনকারী পরিবহন হরতালের আওতা মুক্ত রাখা হয়েছে।

এদিকে হরতালের সমর্থনে রাঙ্গামাটি শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, পুরাতন বাস স্টেশন, বনরূপা, কোড বিল্ডিং, ষ্টেডিয়াম কলেজ গেইট ও ভেদভেদীর গুরুত্বপূর্ণ এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করছে। তবে এখন পর্যন্ত শহরে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় রাঙ্গামাটিতে ছাত্রলীগ সুপায়ন চাকমা সন্ত্রাসী হামলায় আহত হলে ছাত্রলীগ ও যুবলীগ রাঙ্গামাটি শহরে রাস্তায় ব্যারিকেট দিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠি চার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনার ১৫ জন আহত হয়। প্রতিবাদে এ হরতাল ডাকে ছাত্রলীগ।

সারাবাংলা/ এমএইচ/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন