বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতে সাকিবদের বিপক্ষে নেই কোহলি!

October 19, 2019 | 9:37 pm

স্পোর্টস ডেস্ক

পরের মাসে ভারত সফরে তিনটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট খেলবে সাকিব-মুশফিক-তামিমরা। তবে, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছেন না বিরাট কোহলি, এমন খবর নিশ্চিত করেছে ভারতীয় কিছু সংবাদমাধ্যম। ভারতীয় ক্রিকেট বোর্ডের একাধিক সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, টানা খেলার ধকল থেকে বিশ্রাম নিতেই বাংলাদেশের বিপক্ষে কোহলিকে টি-টোয়েন্টি স্কোয়াডের বাইরে রাখা হবে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম গুলো জানায়, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোহলির বিশ্রাম নেওয়ার উপযুক্ত সময় মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তিন ম্যাচের টি-টোয়েন্টি আর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৩০ অক্টোবর দেশ ছাড়বে টাইগাররা।

ভারতীয় বোর্ডের এক কর্তার বরাত দিয়ে জানানো হয়, কোহলি একটানা খেলে যাচ্ছে। গত মার্চে অস্ট্রেলিয়া সিরিজ, আইপিএল, ইংল্যান্ড বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আর চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজে একটানা খেলা কোহলির কিছুদিন বিশ্রাম দরকার। ক্রিকেটারদের বিশ্রামের ব্যাপারটিকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোহলিকে তাই বিশ্রাম দেওয়া হবে।

বোর্ডের সূত্রটি আরও জানান, কোহলি একটানা তিন ফরম্যাটে খেলে ক্লান্ত। তিন সংস্করণে তাকে সেরাটা দিতে হলে কিছুদিন বিশ্রাম নিতে হবে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেললেও কোহলি টেস্ট সিরিজে থাকবেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে আগামী ২৪ অক্টোবর ভারত তাদের দল ঘোষণা করবে।

বাংলাদেশ-ভারত সিরিজের সূচি:
৩ নভেম্বর: প্রথম টি-টোয়েন্টি, দিল্লি
৭ নভেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, রাজকোট
১০ নভেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, নাগপুর

১৪-১৮ নভেম্বর: প্রথম টেস্ট, ইন্দোর
২২-২৬ নভেম্বর: দ্বিতীয় টেস্ট, কলকাতা

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন