বিজ্ঞাপন

হাতিয়ায় ১৬ বছর পর উপজেলা আ’লীগের সম্মেলন

October 20, 2019 | 3:26 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলায় ১৬ বছর পর উপজেলা আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের ভোটে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সভাপতি এবং আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ পুনরায় সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৯ অক্টোবর)  উপজেলা পরিষদ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ওয়ালী উল্যাহ্। সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ উপদেষ্টা মোহাম্মদ আলী, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু তাহের, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মোমিন বিএসসি, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কবি মোস্তফা ইকবাল।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, হাতিয়া পৌর আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট ছাইফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কেফায়েত উল্যা, উপজেলা যুবলীগ সভাপতি শাহ আজিজুর রহমান মিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মহিন উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম রাজু, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক হুমায়ুন কবির বাবলু ও এটিএম সিরাজ উদ্দিন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আল আমিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

সম্মেলনে বক্তারা বলেন, পূর্বের যে কোন সময়ের তুলনায় বর্তমানে হাতিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল দলীয় কোন্দল ভুলে আজ ঐক্যবদ্ধ। এ ঐক্যের ফল ভোগ করছে গোটা দ্বীপের সাধারন মানুষ। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নদী ভাংগন ও বিদ্যুৎ সমস্যা অচিরেই সমাধান হবে।

পরে, দ্বিতীয় অধিবেশনে ৪ শত ৬৪ জন কাউন্সিলর ও ডেলিগেট কেন্দ্রিয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে মুক্ত গণতন্ত্র চর্চার মাধ্যমে ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী বলেন, হাতিয়ার উন্নয়নের আমরা ঐক্যবদ্ধ। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা সকলে একসাথে কাজ করে যাব।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএফ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন