বিজ্ঞাপন

বলেশ্বর নদে বিপুল পরিমাণ বাধাঁ জাল ও কারেন্ট জাল জব্দ

October 20, 2019 | 3:25 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদে অভিযান চালিয়ে ৫টি বাধাঁ জাল ও ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে মাছ ধরার সময় জালগুলো আটক করা হয়।

বিজ্ঞাপন

ইলিশের প্রজনন মৌসুমে উপকূলীয় নদ নদীতে ইলিশ মাছ ধরায় অবরোধ চলা অবস্থায় এই অভিযান চালানো হয়। জালগুলোর মূল্য আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা।

মঠবাড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন জানান, মঠবাড়িয়ার বলেশ্বর নদের তুষখালী মোহনা থেকে বড়মাছুয়া মোহনা পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় ৫টি বাধাঁ জাল ৬ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। পরে আটককৃত জালগুলো ২০১ নং জানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পুড়িয়ে ফেলা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট রিপন বিশ্বাস, মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক, মৎস্য সম্প্রাসন কর্মকর্তা সরোয়ার্দী সবুজ ও ফিল্ড সহকারী মনিরুজ্জামান।

বিজ্ঞাপন

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক জনান, ৩০ অক্টোবর মাছ ধরায় নিষেধাজ্ঞা চলা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/আরএফ/

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন