বিজ্ঞাপন

সফল হলো ১৯ ঘণ্টার বিরতিহীন নিউইয়র্ক-সিডনি ফ্লাইট

October 20, 2019 | 12:22 pm

আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ার কোয়ান্টাস এয়ারলাইন্স ইতিহাসের দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইট সফলভাবে পরিচালনা করেছে। নিউইয়র্ক থেকে বিরতিহীনভাবে সিডনি পৌঁছাতে পরীক্ষামূলক ফ্লাইটটি সময় নিয়েছে ১৯ ঘণ্টা ১৬ মিনিট। ৪৯ জন যাত্রী নিয়ে বোয়িং ৭৮৭-৯ বিমানটি এ সময় পাড়ি দিয়েছে ১০ হাজার ৬৬ মাইল। খবর বিবিসির।

বিজ্ঞাপন

আকাশপথে এমন দীর্ঘ ভ্রমণ পাইলট, ক্রু ও যাত্রীদের ওপর কেমন প্রভাব ফেলেতে পারে তা জানতেই কোয়ান্টাস এই অনিয়মিত ফ্লাইটির উদ্যোগ নিয়েছে। আগামী মাসে লন্ডন থেকে সিডনি বিরতিহীন আরও একটি ফ্লাইটের পরিকল্পনা রয়েছে কোয়ান্টাসের।

বিরতিহীন লম্বা সময়ের এসব ফ্লাইট পরিচালনার ব্যাপারে কোয়ান্টাস ২০১৯ সালের শেষের দিকে সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে। সাড়া পেলে বাণিজ্যিকভাবে এসব রুটে ফ্লাইট শুরু হতে পারে ২০২২ থেকে ২০২৩ সালের দিকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন