বিজ্ঞাপন

প্রশ্নফাঁসে যুবক আটক, ৪ পরীক্ষার্থী বহিষ্কার

February 13, 2018 | 2:01 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার সকালে পদার্থ বিজ্ঞান পরীক্ষায় ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের বাইরে থেকে তাদের বহিষ্কার ও আটক করা হয়। আটক সিজেন খান ওরফে আব্দুল কাইয়ুম উপজেলার অর্জুনা গ্রামের আইয়ুব খানের ছেলে।

ভূঞাপুরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদ জানান, ভূঞাপুর পাইলট সরকারি বিদ্যালয় কেন্দ্রের বাইরে কয়েকজন পরীক্ষার্থী হলে প্রবেশ না করে মোবাইল ফোনে প্রশ্ন দেখছিল। খবর পেয়ে পুলিশ সেখান থেকে ৪ জনকে আটক করে। পরে তাদের বহিষ্কার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রশ্নফাঁসের মূলহোতা পাপ্পু পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থী সিজেন খান ওরফে আব্দুল কাইয়ুমকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট।

সারাবাংলা/ এমএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন