বিজ্ঞাপন

বই যেভাবে শুরু হয়, সেই কথাগুলো মনে রয়

October 20, 2019 | 6:23 pm

বিচিত্রা ডেস্ক

দ্য ইন্ডিপেন্ডেন্ট ২৭টি বইয়ের শুরুর লাইন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তাদের অনলাইন সংস্করণে। ওই প্রতিবেদনে তারা রেবেকা থেকে গ্রেট গ্যাটসবি পর্যন্ত বিভিন্ন বইয়ের কথা উল্লেখ করেছে। সেইসব বইয়ের প্রথম লাইন কি ছিল তা পাঠকদের মনে করিয়ে দিতে চাইলেন। ইন্ডিপেন্ডেন্ট উল্লেখ করেছে, যে কোনো লেখার প্রথম লাইনই পাঠককে আটকে রাখবার ক্ষেত্রে এবং লেখাটির ব্যাপারে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

বিজ্ঞাপন

চলুন, আমরা দ্য ইন্ডিপেন্ডেন্টের করা সেই প্রতিবেদনের সাতাশ বইয়ের প্রথম লাইন কি ছিল তা দেখে আসি।

 হ্যারি পটার এন্ড দ্য ফিলোসফার’স স্টোন – জে. কে. রাওলিং

বিজ্ঞাপন

চার নম্বর প্রাইভেট ড্রাইভের মিস্টার এন্ড মিসেস ডার্সলে তোমাকে নিয়ে গর্ব করে জানিয়েছে, তারা ভালো আছে। শুধু তাই নয় তারা তোমাকে ধন্যবাদও জানিয়েছে।

রেবেকা- ডাফনে ড্যু মরিয়ে

বিজ্ঞাপন

গতরাতে আমি স্বপ্ন দেখলাম, আমি আবার মানডার্লিতে ফিরে গেছি।

লাভ ইন দ্য টাইম অব কলেরা – গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ

তেতো কাজুবাদামের স্বাদ সবসময় তাকে সেই প্রতিদানহীন ভালোবাসার কথা মনে করিয়ে দেয়, কোনোভাবেই সে এটা এড়িয়ে যেতে পারে না।

বিজ্ঞাপন

 

আন্না করুনা – লিও টলস্টয়

দুনিয়ার সব সুখী পরিবার একই রকম। কিন্তু দুঃখী পরিবারগুলোর প্রত্যেকটিই আলাদা আলাদা বৈশিষ্ট্যের।

দ্য গ্রেট গ্যাটসবি – এফ স্কট ফিটজারল্যান্ড

আমার ছেলেবেলায় আমার অবস্থা যখন আরও খারাপ ছিল, তখন আমার বাবা আমাকে কিছু উপদেশ দিয়েছিলেন। আমি সারাজীবন সেই উপদেশগুলো মনে রাখার চেষ্টা করেছি, তার মধ্যে একটি এরকম ছিল, ‘তুমি যখনই কারো সমালোচনা করতে যাবে, তখনই তুমি মনে রাখবে তোমার মতো সুযোগ সুবিধা পেয়ে কিন্তু দুনিয়ার সবাই অভ্যস্থ নয়।

দ্য গো-বিটউইন – এলপি হার্টলে

অতীত হলো বিদেশের মতো, তারা যার যার জায়গায় আলাদা আলাদা ভাবে কাজ করে।

 এ টেল অব টু সিটিস – চার্লস ডিকেন্স

এতাই সবচেয়ে ভালো সময় আর এটাই সবচেয়ে খারাপ, এটাই প্রজ্ঞার সময় আর এই সময়টাই বোকামির, এই সময়েই বিশ্বাসের গান, একই সময়ে অবিশ্বাসেরও, এই সময়টা আলোর, এই সময়টাই অন্ধকারের, এইটা আশাবাদী বসন্ত আবার এইটাই হতাশার শীতকাল, আমাদের সামনে সবই আছে, আবার আমাদের সামনে কিছু নেই, আমরা সবাই স্বর্গের দিকে যাচ্ছিলাম, আবার আমরা সবাই যাচ্ছিলাম অন্য আরেক দিকে। সংক্ষেপে বললে এই সময়টা অনেকটা বর্তমান সময়ের মতোই। কিছু কোলাহলপূর্ণ কর্তৃপক্ষ সর্বোচ্চ তুলনার ভেতর দিয়ে ভালো বা মন্দকে গ্রহণ করছে মাত্র।

পিটার প্যান –জেএম ব্যারি

একজন ছাড়া, সব শিশুই বেড়ে ওঠে।

স্ল্যাটারহাউজ ৫ – কার্ট ভনেগাট

সবসময় এই ই হয়, কম আর বেশি।

দ্য হবিট – জেআরআর টলকেইন

এক মাঠে, এক গর্ত ছিল সেই খানে বসবাস করতো হবিট।

 দ্য ক্যাচার ইন দ্য রাই – জেডি সালিঞ্জার

যদি তুমি এই ঘটনা আসলেই শুনতে চাও, তাহলে তোমাকে সম্ভবত প্রথমেই জানতে হবে আমি কোথায় জন্মেছিলাম, আমার ছেলেবেলা কেমন ছিল, আমার বাবা মা আমাকে পাওয়ার আগে কি নিয়ে ব্যস্ত ছিলেন। তুমি যদি আসলেই সত্যটা জানতে চাও, তাহলে তোমাকে জানতে হবে ডেভিড কপারফিল্ড টাইপের যাদু টাদু আমি কেন বিশ্বাস করতে পারি না।

ললিতা – ভ্লাদিমির নবকোভ

ললিতা আমার জীবনের আগুন, যা শেষ পর্যন্ত পুড়িয়ে যায়, আমার পাপ, আমার আত্মা, লো লি তা। জিহবা ভাজ করে তিন ধাপে উচ্চারণ করতে হয়। শেষবার দুই দাতের সাথে জিহবা লাগিয়ে। লো লি তা।

বিলাভড – টনি মরিসন

১২৪ ছিল বিদ্বেষপূর্ণ

দ্য স্ট্রেঞ্জার – অ্যালবার্ট ক্যামু

মা আজ মারা গিয়েছেন কিংবা গতকালও মারা যেতে পারেন, নিশ্চিত না।

ফিয়ার অ্যান্ড লোথিং ইন লাস ভেগাস – হানটার এস থম্পসন

আমরা ছিলাম মরুভূমির এক কোণায় বারস্টো নামের এক জায়গায় যখন ওই মাদক আমাদের ওপর কাজ করা শুরু করে।

জেইন আয়ার – শার্লোট ব্রন্টে

ওই দিন হাঁটতে বের হওয়ার কোনো সম্ভাবনা ই ছিল না।

হাই রাইজ – জেজি ব্যালার্ড

পরে সে যখন কুকুরটা খেয়ে ফেলার পর ব্যালকনিতে বসে ছিল, ডক্টর রবার্ট লেইনিং এই অ্যাপার্টমেন্ট ভবনে গত তিন মাস ধরে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনাগুলোর দিকে দৃষ্টিপাত করছিলেন।

 ক্যাচ ২২ – জোসেফ হিলার

এটি ছিল সেই প্রথম দেখায় প্রেম।

দ্য রোড – করম্যাক ম্যাককার্থি

যখন সে রাতের আধারে ঠান্ডায় বনের ভেতরে জেগে উঠেছিল তখন সে তার পাশে শুয়ে থাকা শিশুটিকে স্পর্শ করে দেখতে চাইছিল

প্রাইড এন্ড প্রেজুডিস – জেইন অস্টিন

সারা বিশ্ব স্বীকৃত সত্য এই যে, অবিবাহিত যে পুরুষ ভাগ্যের সন্ধানে আছেন তিনি অবশ্যই একজন ভালো বউয়ের সন্ধানে আছেন।

আই ক্যাপচার্ড দ্য ক্যাসেল – ডোডি স্মিথ

আমি এটা লিখেছি রান্নাঘরের বাসন ধোয়ার জায়গায় বসে।

 দ্য বেল জার – সিলভিয়া প্ল্যাথ

এটা ছিল উৎকট আর গুমোট গ্রীষ্ম। তারা রোজেনবার্গের অধিবাসীদের বিদ্যুতস্পৃষ্ট করে মেরে ফেলছিল। আমি জানি না সে সময় আমি নিউইয়র্কে কি করছিলাম ?

 

দ্য সিক্রেট হিস্টোরি – ডোনা ট্রাট

পাহাড়ের চূড়ার বরফ গলে যাচ্ছিল আর শস্য গুলোও কয়েক সপ্তাহের মধ্যে মারা গিয়েছিল। তখনও আমরা আমাদের অবস্থানের ব্যাপারে জানতেও পারিনি।

মেটামরফোসিস- ফ্রান্স কাফকা

এক সকালে গ্রেগর সামসা জটিল একটি স্বপ্নের শেষে ঘুম ভেঙে দেখলেন, বিছানায় তিনি একটি দৈত্যাকার কীটে রূপান্তরিত হয়েছেন।

মারফি – স্যামুয়েল বেকেট

সূর্য কে আলো দিতেই হচ্ছিল, কারণ এর বিকল্প নতুন কিছু ছিল না।

 দ্য ক্রো রোড – লেইন ব্যাঙ্কস

ওই দিন আমার দাদী বিস্ফোরিত হয়েছিলেন।

ডেভিড কপারফিল্ড – চার্লস ডিকেন্স

আমি নিজেই আমার নিজের জীবনের নায়ক হিসেবে আবির্ভূত হওয়ার আগে ওই স্টেশনটি অন্য কারো হাতে ছিল যা পাতায় পাতায় আপনি দেখতে পাবেন।

 

 

 

 

সারাবাংলা/একেএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন