বিজ্ঞাপন

ভোলায় পুলিশ-এলাকাবাসী সংঘর্ষ, নিহত ৪

October 20, 2019 | 4:16 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননার জের ধরে ভোলার বোরহানউদ্দিনে ‘তৌহিদি জনতা’র সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ভোলার পুলিশ সুপারসহ দেড়শতাধিক আহত হয়েছেন। উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিজিবি মোতায়ন করা হয়েছে। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিজ্ঞাপন

রোববার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। সংঘর্ষে নিহতরা হলেন- বোরহানউদ্দিন উপজেলার মহিউদ্দিন পাটওয়ারীর মাদরাসা পডুয়া ছেলে মাহবুব (১৪), উপজেলার কাচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেলওয়ার হোসেনের কলেজ পড়ুয়া ছেলে শাহিন (২৩), বোরহানউদ্দিন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহফুজ (৪৫) ও মনপুরা হাজিরহাট এলাকার বাসিন্দা মিজান (৪০)।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার দুপুরে বোরহানউদ্দিন থানায় গণমাধ্যমকর্মীদের জানান, গতকাল শনিবার ও আজ মুসল্লিরা সমাবেশ করে। আজকের সমাবেশ শেষ হওয়ার আগ মুহূর্তে হঠাৎ করেই মুসল্লিদের একটা গ্রুপ থেকে পুলিশের ওপর ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এক পর্যায়ে মুসল্লিরা বেশিমাত্রায় চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলিতে চারজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক। আহতেদের মধ্যে ২০জন পুলিশ সদস্য রয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন