বিজ্ঞাপন

আয়ুষ্মানের সমাজসেবা

October 22, 2019 | 11:45 am

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় কাটাচ্ছেন বলিউডে জায়গা করে নেওয়ার জন্য দীর্ঘদিন লড়াই করা আয়ুষ্মান খুরানা। এখন বইছে সুবাতাস। ছবি হিট হচ্ছে। একের পর এক নতুন ছবির প্রস্তাব আসছে। পাচ্ছেন বড় বড় এওয়ার্ড শো উপস্থাপনার দায়িত্ব। আর গান তো আছেই।

বিজ্ঞাপন

বলিউডের এই মাল্টি ট্যালেটেন্ড তারকার পালকে যুক্ত হচ্ছে নতুন দায়িত্ব। শিশুদের ওপর যৌন নির্যাতন রোধে সচেতনতা বৃদ্ধির কাজ করবেন আয়ুষ্মান খুরানা। ভারত সরকার এবং ইউনিসেফ থেকে যৌথভাবে আয়ুষ্মানকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। পরপর হিট এবং ‘আর্টিকল ফিফটিন’-এর মতো সচেতনতামূলক ছবি করার পরে আয়ুষ্মান সম্পর্কে দর্শকের মনে ইতিবাচক ধারণা জন্মেছে। সেটাকেই কাজে লাগাতে চাইছে ভারতীয় সরকার এবং ইউনিসেফ।

এ ধরণের দায়িত্ব পেয়ে খুশি আয়ুষ্মানও। তার কথায়, ‘‘সচেতন নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব শিশুদের ওপর যৌন নির্যাতনের প্রতিবাদ করা। প্রতিরোধ করা। মানুষকে এ বিষয়ে আরও সচেতন করতে হবে।  আইনে অপরাধীদের কড়া শাস্তির বিধান রয়েছে। মানুষের এসব জানা উচিত।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চবি ছাত্রকে মারধরের পর হলের ছাদ থেকে ফেলা চেষ্টার অভিযোগহিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের ৪ নির্দেশনাঢাকার পয়ঃবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশরানা প্লাজা ধস: ভুক্তভোগীদের পুনর্বাসন ও মামলা নিষ্পত্তির দাবিগরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপিরকল্পনা চাকমা অপহরণ মামলা ২৮ বছর পর খারিজব্যাংক একীভূতকরণের নামে ঋণ খেলাপিদের দায়মুক্তি দেওয়া হচ্ছেন্যাপ বাস্তবায়নের জন্য চাই রাজনৈতিক সদিচ্ছা ও আইনি ভিত্তিকাদেরকে নিয়ে মন্তব্য, যাত্রী কল্যাণের মহাসচিবের বিরুদ্ধে জিডিজাহাজেই ফিরবেন ২৩ নাবিক, চলছে কয়লা খালাস সব খবর...
বিজ্ঞাপন